সাকিবের পাশে সৌম্য

চায়নাম্যান লাকশান সান্দাকানের গুগলি মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল। নির্বিষ বল সহজেই ছাড়তে পারতেন সাকিব আল হাসান। রানও নিতে পারতেন সহজেই। বাজে বলে হাঁকাতে গেলেন সজোরে। ঠিক মতো লাগলো না, হয়ে গেল নিরোশান ডিকভেলার সহজ ক্যাচ।

ক্রীড়া প্রতিবেদক গল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 01:06 PM
Updated : 9 March 2017, 01:59 PM

বাজে বলে বাজে শটে আউট হওয়া সাকিব পাশে পেলেন সৌম্য সরকারকে। যিনি নিজেও আউট হয়েছেন বাজে এক শটে। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা তরুণ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সাকিবের আউটের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।

“সাকিব ভাই, আনলাকি আউট হয়েছেন।”

“সান্দাকান, চায়নাম্যান বোলার। ও তার উল্টা (গুগলি) করেছে। সাকিব ভাই ওই উল্টা বলটা বুঝতেও পেরেছিলেন। ফাইন লেগে কোনো খেলোয়াড় ছিল না। উনি হয়তো ভেবেছিলেন, বাইরের বল খেলে দুইটা রান নিই। এই ধরনের বলে আউট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হয়তো কানেক্ট করতে পারেন নাই, পারলে সবার জন্যই ভালো হতো।”

সৌম্যর পর প্রথম ঘণ্টার মধ্যেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিবের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করা বাঁহাতি ব্যাটসম্যান এর আগে টাইমিংয়ে গড়বড় করেও ফাইন লেগ দিয়ে একবার ছক্কা পেয়ে যান।

দুই বাঁহাতির বাজে শট দিয়ে শুরু দিনের প্রথম সেশনে আলসে শটে বিদায় নেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। এক সময়ে দল পড়ে ফলোঅনের শঙ্কায়। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের শতরানের জুটিতে ফলোঅন এড়ালেও গল টেস্টে বিপদেই আছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে অতিথিরা গুটিয়ে গেছে ৩১২ রানে। স্বাগতিকদের লিড ১৮২ রানের।