তুষারের রেকর্ডের আগে সাদমানের সেঞ্চুরি

ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ দিনে কেবল ছিল ব্যক্তিগত চাওয়া-পাওয়ার পালা। সেই হিসাব মিলিয়ে দিনের শুরুতে হাসলেন সাদমান ইসলাম, দিনের শেষে তুষার ইমরান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 01:22 PM
Updated : 8 March 2017, 01:26 PM

প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন তরুণ সাদমান। তুষার গড়েছেন মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড। বিকেএসপিতে বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে ড্র করেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করল দক্ষিণাঞ্চল। গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল এবার সবার শেষে। প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল।

৬৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন সাদমান। সেঞ্চুরিটা পেয়ে যান লাঞ্চের একটু আগে। ১১৩ রান করে বোল্ড হয়েছেন নাজমুল অপুর বাঁহাতি স্পিনে।

সাদমান পারলেও কাছে গিয়ে সেঞ্চুরি পাননি তাইবুর পারভেজ। সেই নাজমুলের বলেই আউট হয়েছেন ১২৪ বলে ৯০ রান করে। মধ্যাঞ্চল অলআউট হয় ৪১৫ রানে।

ম্যাচ তখন নিশ্চিত ড্র। দক্ষিণাঞ্চল তবু ব্যাটিংয়ে নামে তুষারের রেকর্ডের জন্যই। এমনিতে মিডল অর্ডার তুষার নামেন ওপেনিংয়ে।

রেকর্ড গড়তে দরকার ছিল ১২ রান। প্রথম ওভারেই তুষার মারেন দুটি চার। পরের ওভারে দ্বিতীয় বলেই চার মেরে ছাড়িয়ে যান লিটন দাসকে। শরীফের ওই ওভারে পরে আরও দুটি চার ও একটি ছক্কা মানে তুষার। ২ ওভার শেষেই ম্যাচে সমাপ্তি।

১ হাজার ২৪৯ রান নিয়ে মৌসুম শেষ করলেন তুষার। লিটনের রেকর্ড ছিল ১ হাজার ২৩২।

প্রথম ইনিংসে তুষার করেছিলেন ডাবল সেঞ্চুরি। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আরেক ডাবল সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৭৪৯/৮ (ইনিংস ঘোষণা)

মধ্যাঞ্চল: ১৪৩.৫ ওভারে ৪১৫ (আগের দিন ১৮৪/৩) (সাদমান ১১৩, শুভাগত ২৩, তাইবুর ৯০, নুরুল ২২, তানবির ১৩, মোশাররফ ২৩*, শরীফ ০, আবু হায়দার ৪; জিয়াউর ০/১২, আল আমিন ২/৪৭, রাজ্জাক ২/১৩৯, নাহিদুল ১/৯৬, নাজমুল অপু ৪/১০০, আল আমিন ০/২, তুষার ০/৯)।

দক্ষিণাঞ্চল: ২ ওভারে ৩৩/০ (তুষার ২৮*, নাহিদুল ৪*; আবু হায়দার ০/৯, শরিফ ২৪/১)।

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: শাহরিয়ার নাফীস