অশ্বিন-জাদেজা দুজনই এক নম্বর

আগে থেকেই র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই বোলার ছিল ভারতের। আছে এখনও। তবে আগে দুজন ছিলেন এক ও দুইয়ে। এখন দুজনই এক নম্বর! আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে এখন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 08:16 AM
Updated : 8 March 2017, 09:38 AM

মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জাদেজা। অশ্বিনও কম যাননি, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। র‌্যাঙ্কিংয়ে তাই দুজনই পাশাপাশি। রেটিং পয়েন্ট ৮৯২।

সবশেষ দুই বোলার যৌথভাবে শীর্ষে ছিলেন সেই ২০০৮ সালের এপ্রিলে; ডেল স্টেইন ও মুত্তিয়া মুরালিধরন।

বেঙ্গালুরুতে ৬ উইকেট নিয়েছেন হেইজলউডও। আগে ছিলেন জাদেজার সঙ্গে যৌথভাবে দুইয়ে। জাদেজা এক নম্বরে ওঠায় হেইজেলউডকে নামতে হয়েছে তিনে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ। এই নিয়ে টানা ৭৭ টেস্ট শীর্ষে স্মিথ। ছাড়িয়ে গেছেন পূর্বসূরি রিকি পন্টিংকে। অস্টেলিয়ানদের মধ্যে এগিয়ে কেবল স্টিভ ওয়াহ (৯৪) ও স্যার ডন ব্র্যাডম্যান (৯৩)।

সিরিজের দুই টেস্টে ৪০ রান করায় দুই থেকে তিনে নেমে গেছেন বিরাট কোহলি। দুইয়ে জো রুট।

বেঙ্গালুরুতে ১৭ ও ৯২ রান করে চেতেশ্বর পুজারা এগিয়েছেন ৫ ধাপ, উঠেছেন ছয় নম্বরে। দুই ইনিংসে ফিফটি করে ম্যাচ সেরা হওয়া লোকেশ রাহুল ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে।