অশ্বিন-জাদেজা দুজনই এক নম্বর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017 02:16 PM BdST Updated: 08 Mar 2017 03:38 PM BdST
আগে থেকেই র্যাঙ্কিংয়ের প্রথম দুই বোলার ছিল ভারতের। আছে এখনও। তবে আগে দুজন ছিলেন এক ও দুইয়ে। এখন দুজনই এক নম্বর! আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে এখন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জাদেজা। অশ্বিনও কম যাননি, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। র্যাঙ্কিংয়ে তাই দুজনই পাশাপাশি। রেটিং পয়েন্ট ৮৯২।
সবশেষ দুই বোলার যৌথভাবে শীর্ষে ছিলেন সেই ২০০৮ সালের এপ্রিলে; ডেল স্টেইন ও মুত্তিয়া মুরালিধরন।
বেঙ্গালুরুতে ৬ উইকেট নিয়েছেন হেইজলউডও। আগে ছিলেন জাদেজার সঙ্গে যৌথভাবে দুইয়ে। জাদেজা এক নম্বরে ওঠায় হেইজেলউডকে নামতে হয়েছে তিনে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ। এই নিয়ে টানা ৭৭ টেস্ট শীর্ষে স্মিথ। ছাড়িয়ে গেছেন পূর্বসূরি রিকি পন্টিংকে। অস্টেলিয়ানদের মধ্যে এগিয়ে কেবল স্টিভ ওয়াহ (৯৪) ও স্যার ডন ব্র্যাডম্যান (৯৩)।
সিরিজের দুই টেস্টে ৪০ রান করায় দুই থেকে তিনে নেমে গেছেন বিরাট কোহলি। দুইয়ে জো রুট।
বেঙ্গালুরুতে ১৭ ও ৯২ রান করে চেতেশ্বর পুজারা এগিয়েছেন ৫ ধাপ, উঠেছেন ছয় নম্বরে। দুই ইনিংসে ফিফটি করে ম্যাচ সেরা হওয়া লোকেশ রাহুল ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে।
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড