৩ পেসার খেলানোর ব্যাখ্যায় মিরাজ
ক্রীড়া প্রতিবেদক,গল থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2017 08:11 PM BdST Updated: 07 Mar 2017 08:21 PM BdST
-
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
ঘরের মাঠে শ্রীলঙ্কা খেলছে তিন স্পিনার নিয়ে, বাংলাদেশ সেখানে একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজের কথায় মিলল তার ব্যাখ্যা। বাংলাদেশ মনে করছে, গলে পেসারদেরই উইকেট নেওয়ার সম্ভাবনা বেশি।
প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান। স্বাগতিকদের চার উইকেটের তিনটি নিয়েছেন তিন পেসার শুভাশীষ রায় চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অন্য উইকেটটি মিরাজের।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার জানান, তিন পেসার খেলানোর পিছনে দলের ভাবনার কথা।
“তিন পেসার নিয়ে খেলায় ভালো হয়েছে। যে উইকেটে খেলা হয়েছে তাতে স্পিনাররা দুই দিক থেকে ভালো বোলিং করলেও উইকেট বের করতে পারবে না, যতক্ষণ না ব্যাটসম্যানরা ভুল করছে। ভালো জায়গায় বল করলে এখানে পেসারদের উইকেট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক প্রান্তে স্পিনার অন্য প্রান্তে পেসার থাকায় ভালো হয়েছে।”
তিন পেসারই প্রশংসা পেয়েছেন মিরাজের। আলাদা করে বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ মুস্তাফিজের কথা।
“চোট থেকে ফিরে নিউ জিল্যান্ড সিরিজ কিছুটা নড়বড়ে অবস্থায় ছিল মুস্তাফিজ। এখন ওকে আমার অনেক ভালো মনে হচ্ছে। ফিট অবস্থায় আছে। খুব ভালো জায়গায় বল করছে। অন্য পেসারদের মতো মুস্তাফিজও আজ খুব ভালো বোলিং করেছে।”
যুব দলে মিরাজের অধীনে খেলেছেন মুস্তাফিজ। জাতীয় দলে দুই জন এই প্রথম খেললেন এক সঙ্গে।
“আমার খুব ভালো লাগছে যে, আমরা দুজন একসাথে খেলতে পারছি। আমার একটা ইচ্ছে ছিল যে, আমরা দুজন একসঙ্গে খেলব।”
“প্রথম দিকে ও খুব ভালো বোলিং করেছে। শেষের দিকে পুরানো বলেও ভালো জায়গায় বল করেছে। অনেকদিন পর টেস্ট খেলতে এসে ভালো করছে, ভালো জায়গায় বল করছে, এটা ভালো লাগছে।”
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- জয়ে ফিরল ইউভেন্তুস