মৌসুমে হাজার রান ছাড়িয়ে জুনায়েদ

আলোচনা বেশি তুষার ইমরান, নাঈম ইসলাম, শাহরিয়ার নাফীসদের নিয়ে। অনেকটা নীরবেই চলতি মৌসুমে হাজার রান পেরিয়ে গেলেন জুনায়েদ সিদ্দিক। মৌসুমের শেষ ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যান পেরিয়েছেন মাইলফলক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 11:12 AM
Updated : 7 March 2017, 01:59 PM

বিসিএলের শেষ রাউন্ড শুরুর সময় মৌসুমে জুনায়েদের রান ছিল ৯০০। ফতুল্লায় উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ৮৪। দ্বিতীয় ইনিংসে মঙ্গলবার করেছেন ৪০ রান।

চলতি প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুমে জুনায়েদ থামলেন ১ হাজার ২৪ রানে। তিনটি সেঞ্চুরির পাশে অর্ধশতক ৫টি। গড় ৬০.২৩।

চলতি মৌসুমে হাজার রান করতে পেরেছেন কেবল আর একজনই। ১ হাজার ২২১ রান করেছেন তুষার ইমরান।

এবার জাতীয় লিগে ৫৬৮ রান করেছিলেন জুনায়েদ। বিসিএলে করলেন ৪৫৬। এক যুগের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এই প্রথমবার ছুঁতে পারলেন হাজার রান। ২০১৪-১৫ মৌসুমে ৭৮০ রান ছিল জুনায়েদের আগের সেরা।

বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন জুনায়েদ। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে মিরপুর টেস্টে।