হেইজেলউডের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার চাই ১৮৮
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2017 01:02 PM BdST Updated: 07 Mar 2017 01:02 PM BdST
আগের দিনের জুটিকে আরও এগিয়ে নিচ্ছিলেন চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে। দ্বিতীয় নতুন বলে সব ওলট-পালট করে দিলেন মিচেল স্টার্ক ও জস হেইজেলউড।
অস্ট্রেলিয়ার দুই পেসারের ছোবলে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছে ভারত। বেঙ্গালুরু টেস্ট জিততে শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার চাই ১৮৮ রান।
ম্যাচ জিততে পারলে নিশ্চিত হয়ে যাবে সিরিজ হারছে না অস্ট্রেলিয়া। ধরে রাখবে তারা বোর্ডার-গাভাস্কার ট্রফি। তবে ১৮৭ রান তাড়াও সহজ হওয়ার কথা নয় এই উইকেটে।
চতুর্থ দিন সকালে উইকেটে বেশ ভুগতে হয়েছে পুজারা ও রাহানেকে। তার পরও উইকেট আঁকড়ে এগিয়ে যাচ্ছিলেন দুজন। রাহানে পেরিয়ে যান অর্ধশতক। ৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নেয় অস্ট্রেলিয়া।
ফল মিলেছে খানিক পরই। রাহানেকে এলবিডব্লিউ করার পরের বলেই করুন নায়ারকে বোল্ড করেন স্টার্ক। হ্যাটট্রিক বলটি কোনো রকমে পার করেন ঋদ্ধিমান সাহা।
পরের ওভারে আবার জোড়া আঘাত। এবার পুজারা ও অশ্বিনকে। অসাধারণ ব্যাট করা পুজারা ক্যারিয়ারে প্রথমবার আউট হলেন বড়বড়ে নব্বইয়ে (৯২)।
শেষ জুটিতে ইশান্ত শর্মাকে নিয়ে ১৬ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জুটি গড়েন ঋদ্ধিমান সাহা। শেষ উইকেটটি নিয়েছেন স্টিভেন ও’কিফ। প্রথম ইনিংসে ৮ উইকেটের পর এবার উইকেটশূন্য নাথান লায়ন।
স্পিন মঞ্চে অসাধারণ বোলিংয়ে হেইজেলউড নিয়েছেন ৬৭ রানে ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৮৯
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭৬
ভারত ২য় ইনিংস: ৯৭.১ ওভারে ২৭৪ (আগের দিন ২১৩/৪) (পুজারা ৯২, রাহানে ৫২, করুন ০, ঋদ্ধিমান ২০*, অশ্বিন ৪, উমেশ ১, ইশান্ত ৬; স্টার্ক ২/৭৪, হেইজেলউড ৬/৬৭, লায়ন ০/৮২, ও’কিফ ২/৩৬, মিচেল মার্শ ০/৪)।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের