সাইফুদ্দিনের চার উইকেট, শফিউলের পাঁচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2017 07:29 PM BdST Updated: 06 Mar 2017 07:30 PM BdST
শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পাননি ফিটনেস নিয়ে সংশয়ে। সেই খেদ থেকেই কিনা, গল টেস্ট শুরুর আগের দিন শফিউল ইসলাম জ্বলে উঠলেন বল হাতে। উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে নিলেন ৫ উইকেট।
জাতীয় দল থেকে ছিটকে পড়া পেসারের পাশাপাশি এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন পূর্বাঞ্চলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দিনের শুরুতে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ৩৭৪ রানে আটকে রাখেন উত্তরাঞ্চলকে। পরে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা দলের সর্বোচ্চ রানও তার।
৫ উইকেটে ৩০৫ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত ও ধিমান ঘোষ দলকে নিয়ে যান সাড়ে তিনশর ওপারে। এরপরই হঠাৎ ধস।
শান্তকে ফিরিয়ে ধসের শুরু করে সাইফুদ্দিন। ৪৭ রান করা ধিমানকে ফেরান আবুল হাসান। আলাউদ্দিন বাবুকে ফিরিয়ে ইনিংসের ইতিও টানেন সাইফুদ্দিন। ১৭ রানে শেষ ৫ উইকেট হারায় উত্তরাঞ্চল।

১২৮ রানেই প্রথম ৭ ব্যাটসম্যানকে হারিয়েছিল পূর্বাঞ্চল। বোলিংয়ের পর ব্যাট হাতেও ত্রানকর্তা সাইফুদ্দিন। রাহাতুল ফেরদৌসের সঙ্গে তার ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনটা পার করে দেয় দল।
চতুর্থ দিনে দলকে এগিয়ে নেওয়ার লড়াই শুরু করবেন সাইফুদ্দিন ৩৫ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১১১.৩ ওভারে ৩৭৪ (আগের দিন ৩০৫/৫) (শান্ত ৪৩, ধিমান ৪৭, আলাউদ্দিন ৭, ফরহাদ ০, সানজামুল ১, শফিউল ০*; আবু জায়েদ ০/৭৯, সাইফুদ্দিন ৪/৫৫, আবুল হাসান ৩/৮৫, অলক ১/১৯, নাঈম ০/৫৮, আফিফ ১/২৩, রাহাতুল ১/৩৪, তাসামুল ০/১২)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯২/৭ (আফিফ ২, জাকির ১১, তাসামুল ১৭, ইরফান ৪, অলক ৩২, ইয়াসির ১১, আবুল হাসান ২৫, সাইফুদ্দিন ৩৫*, রাহাতুল ২৩*; শফিউল ৫/৫৬, আলাউদ্দিন ১/২৬, ফরহাদ রেজা ১/৩০, নাসির ০/১৩, সানজামুল ০/২৮, নাঈম ০/১১)
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা