মুশফিকদের ফিজিও চন্দ্রমোহন

বলা হয়েছিল, ঝামেলা মিটলেই শ্রীলঙ্কায় যাবেন ডিন কনওয়ে। কিন্তু সমস্যা মেটেনি, বরং গড়িয়েছে বিচ্ছেদে। ডিন কনওয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। বিকল্প একজনকে পেয়েও গেছে বিসিবি। আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে পেয়েছেন থিহান চন্দ্রমোহনকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 09:27 AM
Updated : 6 March 2017, 09:27 AM
সোমবারই গলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা চন্দ্রমোহনের। ৩৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কনওয়ের মত ততটা ‘হাই-প্রোফাইল’ না হলেও বেশ অভিজ্ঞ। প্রধান ফিজিও হিসেবে কাজ করেছেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবে। কাজ করেছেন অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্টার্স ও ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সেও।

গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দল শ্রীলঙ্কা গেলেও সঙ্গে যাননি কনওয়ে। পরে জানা যায় পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে দেনদরবার করছিলেন ফিজিও। এক পর্যায়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছিলেন। সেটি আবার পছন্দ হয়নি বিসিবির। বলা হয়েছিল ঝামেলা মিটলে দু-একদিনের মধ্যেই শ্রীলঙ্কায় পাঠানো হবে কনওয়েকে। সেটি আর হলো না।