তুষার ইমরানের রেকর্ড ছোঁয়া ডাবল সেঞ্চুরি

দিন গড়াচ্ছে আর তুষার ইমরানের রেকর্ডের মুকুটে যোগ হচ্ছে নতুন নতুন পালক। দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান এবার ছুঁয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 08:04 AM
Updated : 6 March 2017, 11:58 AM

রোববার বিসিএলের শেষ রাউন্ডের প্রথম দিনেই দক্ষিণাঞ্চলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। ছুঁয়েছিলেন এক মৌসুমে পাঁচ সেঞ্চুরির রেকর্ড। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে ইনিংসটি রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।

তিন ম্যাচের মধ্যে তুষারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণিতে তিনটি ডাবল সেঞ্চুরি আছে আর মাত্র দুজনের, মোসাদ্দেক হোসেন ও অলক কাপালী।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন মোসাদ্দেক। ২০১৫ সালে আট ম্যাচের মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তরুণ ব্যাটসম্যান। দুটি ছিল আড়াইশ ছোঁয়া, ২৫০ ও ২৮২। একটিতে ঠিক ২০০। তিনটিই করেছিলেন বরিশাল বিভাগের হয়ে।

এই মৌসুমেই মোসাদ্দেকের রেকর্ড ছুঁয়েছেন অলক কাপালী। এবার জাতীয় লিগের শেষ ম্যাচে অপরাজিত ২০০ করেছেন অলক। ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন দুটি ডাবল সেঞ্চুরি।

২০১৪-১৫ মৌসুমেই তুষার করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। চলতি বিসিএলে এক ম্যাচ আগেই উত্তরাঞ্চলের বিপক্ষে করেছেন ক্যারিয়ার সেরা ২২০। এবার মৌসুমের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে তৃতীয়টি।

এই ইনিংসে ২২৯ করতে পারলে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নিতে পারবেন তুষার।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দুটি করে ডাবল সেঞ্চুরি আছে রনি তালুকদার, মার্শাল আইয়ুব, নাজিমউদ্দিন ও নাঈম ইসলামের।