লায়নের রেকর্ড বোলিংয়ে বেঙ্গালুরুতেও বিধ্বস্ত ভারত

পুনের স্পিন স্বর্গে আড়াই দিনেই উড়ে যাওয়া ভারত বেঙ্গালুরুতেও বিধ্বস্ত হলো প্রথম ইনিংসে। শুরুতে গতিতে কাঁপন ধরালেন মিচেল স্টার্ক ও জস হেইজেলউড। তবে ঘরের মাঠে ভারতকে আবারও ধসিয়ে দেওয়ার মূল নায়ক নাথান লায়ন। এই অফস্পিনারের রেকর্ড বোলিংয়ে প্রথম দিনেই এগিয়ে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 12:27 PM
Updated : 4 March 2017, 06:50 PM

প্রথম টেস্টে স্বাগতিকদের গুঁড়িয়ে দিতে ভারতের মাটিতে সফরকারী স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন আরেক স্পিনার স্টিভেন ও’কিফ। ওই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে পার্শ্ব চরিত্রে থাকা লায়ন এবার নিজেকে মেলে ধরলেন মূল ভূমিকায়। গড়লেন আরও বড় রেকর্ড; ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের।

৫০ রানে ৮ উইকেট নেন লায়ন। তার এই রেকর্ড উইকেট শিকারে ১৮৯ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। 

ভারতের মাটিতে টেস্টের এক ইনিংসে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনারের। ১৯৯৬ সালের নভেম্বরে কলকাতায় ৬৪ রানে আট উইকেট নিয়েছিলেন এই পেসার।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নামা ভারতের লোকেশ রাহুল স্টার্কের করা প্রথম ওভারে দুটি চার মেরে দাপটের সঙ্গেই শুরু করেছিল। নিজের পরের ওভারেই অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অভিনব মুকুন্দকে শূন্য রানে ফেরান স্টার্ক।

দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারা ও রাহুল ৬১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কাটান।

একবার জীবন পেলেও বেশি দূর যেতে পারেননি পুজারা। মধ্যাহ্নভোজের ঠিক আগে পুজারাকে ফিরিয়ে লায়নের উইকেট শিকার শুরু।

দ্বিতীয় সেশনে ৮৬ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় ভারত। কোহলি ও অজিঙ্কা রাহানেকে ফেরান লায়ন আর করুন নায়ারকে ফেরান ও'কিফ। প্রথম টেস্টে ব্যর্থ ভারত অধিনায়ক এ দিন করেন ১২ রান।
তৃতীয় সেশনে আরও ২১ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। নবম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৯০ রান করেন রাহুল।
বোলারদের সাফল্যের পর দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় দিনের বাকি ১৬ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ২৩ ও ম্যাট রেনশ ১৫ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭১.২ ওভারে ১৮৯ (রাহুল ৯০, মুকুন্দ ০, পুজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০* ইশান্ত ০; লায়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও'কিফ ১/৪০, হেইজেলউড ০/৪২ ও মার্শ ০/২)
 অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৬ ওভারে ৪০/০ (ওয়ার্নার ২৩* ও রেনশ ১৫*; ইশান্ত ০/৮, যাদব ০/১৬, অশ্বিন ০/১১ ও জাদেজা ০/৫)