মৌসুমে হাজার রান ছাড়িয়ে তুষার ইমরান

বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্যারিয়ারে সূর্য ডুবে যায় এই বয়সে। গোধূলি বেলায় ফিকে হয়ে আসে অনেকের ক্যারিয়ারের রঙ। তুষার ইমরান সেখানে দারুণ উজ্জ্বল, ব্যাটে ঝলমলে রোদের হাসি। প্রায় দেড় যুগ প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর ছুঁলেন নতুন উচ্চতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:39 PM
Updated : 1 March 2017, 01:27 PM

প্রথম শ্রেণির ক্রিকেটে চলতি মৌসুমে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তুষার। বুধবার দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ৩১ রানের ইনিংসের পথে ছাড়িয়ে গেছেন ১ হাজার।

বিসিএলের ম্যাচে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন উইকেটে নামেন তুষার, মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল ২৭ রান। লাঞ্চের পর কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান তুষার। খানিক পরই অবশ্যই আউট হয়ে যান ৩১ রানে।

 

চলতি মৌসুমে ১১ ম্যাচে তুষারের রান এখন ১ হাজার ৪। গড় ৭৭.২৩, একটি ডাবল সেঞ্চুরিসহ শতক চারটি, অর্ধশতক তিনটি।

এবার জাতীয় লিগে ৬ ম্যাচের ৭ ইনিংসে তিনটি সেঞ্চুরিতে ৫১৮ রান করেছিলেন তুষার। চলতি বিসিএলে ৫ ম্যাচে ৭ ইনিংসে রান ৪৮৬।

২০০০-০১ মৌসুম থেকে বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন তুষার। এই প্রথম পেলেন হাজার রানের দেখা। আগের সেরা মৌসুম ছিল ২০১৪-১৫। সেবার ৯ ম্যাচে করেছিলেন ৮৩৬ রান।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির মৌসুমে হাজার রান প্রথম করেছিলেন মিনহাজুল আবেদীন। ২০০১-০২ মৌসুমে জাতীয় লিগে করেছিলেন ১ হাজার ১২ রান।

২০১৪-১৫ মৌসুমে সেই রেকর্ড ছাড়িয়ে জাতীয় লিগে ১ হাজার ২৪ রান করেন লিটন দাস। ওই মৌসুমে পরে লিটন করেছিলেন ১ হাজার ২৩২ রান, যা প্রথম শ্রেণির মৌসুমে বাংলাদেশের রেকর্ড।

প্রথম শ্রেণি ক্রিকেট এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ রান:

ক্রিকেটার

ম্যাচ

রান

মৌসুম

সর্বোচ্চ

গড়

১০০/৫০

লিটন দাস

১২৩২

২০১৪-১৫

১৭৫

৭৭.০০

৫/৫

অলক কাপালী

১০

১১৫৬

২০১৪-১৫

২২৮

৮৮.৯২

৩/৬

শাহরিয়ার নাফীস

১২

১১১৭

২০১৫-১৬

১৭৪*

৬২.০৫

৩/৭

শাহরিয়ার নাফীস

১০

১০৯২

২০১৪-১৫

২১৯

৬৪.২৩

২/৭

শামসুর রহমান

১২

১০৮৬

২০১৫-১৬

১৪৪

৫১.৭১

৫/৩