ইনিংস ব্যবধানে জিতে শীর্ষেই নাঈমরা

ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায় আগের দিনই। শেষ দিনে বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। সেটি সারতে ঘন্টাখানেক সময়ও নেয়নি উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 07:23 AM
Updated : 1 March 2017, 09:40 AM

বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিলেটে মধ্যাঞ্চলকে ইনিংস ৮৫ রানে হারিয়েছে উত্তরাঞ্চল।

১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল উত্তরাঞ্চল। টুর্নামেন্টে এখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি এই ফ্র্যাঞ্চাইজি।

জয়ের জন্য শেষ দিনে উত্তরাঞ্চলের প্রয়োজন ছিল ২ উইকেট। সেটি তুলে নিতে লেগেছে ১২ ওভার।

৪২ রানে দিন শুরু করা তানবির হায়দার ফিরেছেন ৫১ রানে। ৪৫ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ শরিফ। শেষ দিনে দুটি উইকেটই নিয়েছে সানজামুল ইসলাম। ৪ ম্যাচে ২৫ উইকেট নিয়ে আপতত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১৮১

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৩৭

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৭৬ ওভারে ২৭১ (আগের দিন ২২৯/৮) (তানবির ৫১, শরিফ ৪৫*, শাহাদাত ৬; আলাউদ্দিন ৪/৬৭, সানজামুল ৩/১১৪, নাসির ০/২৩, ফরহাদ ১/৩২, নাঈম ১/৭, ইয়াসিন ১/২৭)।

ফল: উত্তরাঞ্চল ইনিংস ও ৮৫ রানে জয়ী