দেশের মাটিতে ভারতের সবচেয়ে বাজে টেস্ট!

টেস্টে এক দিনের নির্ধারিত ওভার ৯০। পুনে টেস্টে ভারত দুই ইনিংস মিলিয়ে খেলেছে ৭৪ ওভার। মানে দুই ইনিংস মিলিয়েও বিরাট কোহলিরা ব্যাট করতে পারেননি একদিনও!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 12:19 PM
Updated : 25 Feb 2017, 12:49 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে মোট ৪৪৪ বল খেলতে পেরেছে ভারত। দেশের মাটিতে ২৫৮ টেস্টে এর চেয়ে কম বল আর কোনো টেস্টে খেলেনি ভারত।

২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৬৫৯ বল খেলেছিল ভারত। সেই টেস্টেই ভয়াবহ টার্নিং উইকেটে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাইকেল ক্লার্ক। টেস্টটি শেষ পর্যন্ত জিতে নিয়েছিল ভারতই।

শুধু বল খেলার হিসেবে নয়, রানের হিসেবেও দেশের মাটিতে ভারতের এটি সবচেয়ে বাজে টেস্ট। প্রথম ইনিংসে ১০৫, দ্বিতীয় ইনিংসে ১০৭। দুই ইনিংস মিলিয়ে পুনেতে ভারত তুলেছে ২১২।

দেশের মাটিতে আগের সবচেয়ে কম ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই। সেই ১৯৫৬ সালে। কলকাতায় দুই ইনিংস মিলিয়ে ২৭২ করেছিল ভারত। রিচি বেনো নিয়েছিলেন ১১ উইকেট।

দেশের মাটিতে পরাজয়ের ব্যবধানটি অবশ্য সবচেয়ে বাজে হয়নি অল্পের জন্য। এবার ৩৩৩ রানে হেরেছে ভারত। ২০০৪ সালে নাগপুরে হেরেছিল ৩৪২ রানে। প্রতিপক্ষ? কে আবার, অস্ট্রেলিয়া!