৪ ওভারের ভেল্কিতে ভারতকে গুঁড়িয়ে দিলেন ও’কিফ

নতুন বল পেয়েছিলেন সকালে। কিন্তু বোলিং হলো খানিকটা এলোমেলো। বিবর্ণ ছোট্ট দ্বিতীয় স্পেলেও। কিন্তু সেই স্টিভেন ও’কিফ তৃতীয় স্পেলে হয়ে উঠলেন যেন জাদুকর। দারুণ স্পিন ভেল্কিতে চোখের পলকে গুঁড়িয়ে দিলেন ভারতকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 08:44 AM
Updated : 24 Feb 2017, 08:45 AM

৪.১ ওভারের স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়েছেন ও’ কিফ। নিজেদের পাতা স্পিন ফাঁদে ধরা পড়েছে স্বাগতিকরাই। কোহলি-পুজারাদের মাত্র ১০৫ রানেই গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ১৫৫ রানের মহামূল্য লিড।

১১ রানের মধ্যে ভারত হারিয়েছে শেষ ৭ উইকেট, যা নিজেদের টেস্ট ইতিহাসে তাদের সবচেয়ে বাজে। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে শেষ ৭ উইকেট ভারত হারিয়েছিল ১৮ রানে।

প্রথম স্পেলে ৫ ওভারে ১৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ও’কিফ। দ্বিতীয় স্পেলে ৪ ওভারে ১১ রান দিয়ে উইকেট নেই। বাঁহাতি স্পিনার ভোজবাজির মত সব পাল্টে দিলেন পরের স্পেলে। এক ওভারেই তিন উইকেট নিয়ে ভারতকে যে গর্তে ফেললেন, সেখান থেকে আর উঠতে পারেনি তারা।

শুরুটা অবশ্য একটা উপহার পেয়ে। দূরূহ উইকেটেও দুর্দান্ত খেলতে থাকা লোকেশ রাহুল আচমকাই তেড়েফুড়ে মারতে গিয়ে বিলিয়ে এলেন উইকেট (৬৪)।

এক বল পর স্লিপে পিটার হ্যান্ডসকমের দুর্দান্ত ক্যাচে ফিরলেন অজিঙ্কা রাহানে। আরও এক বল পর ও’কিফ ফেরালেন ঋদ্ধিমান সাহাকেও।

পরের ওভারে নাথান লায়নের বলে শর্ট লেগে হ্যান্ডসকমের আরেকটি অসাধারণ ক্যাচ ফেরাল অশ্বিনকে। মাঝে দুই ওভারের বিরতি। ও’কিফ এরপর নিজের টানা তিন ওভারে নিলেন তিন উইকেট।

সব মিলিয়ে ৩৫ রানে ৬ উইকেট। ভারতের মাটিতে বিদেশি বাঁহাতি স্পিনারের তৃতীয় সেরা বোলিং।

দুই স্পিনারের পাশাপাশি অস্ট্রেলিয়ার দুই পেসারও ছিলেন দুর্দান্ত। নতুন বল পাননি জস হেইজেলউড। তবে মুরালি বিজয়কে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনিই।

শুরু থেকেই দুর্দান্ত বল কর মিচেল স্টার্ক তুলে নেন সবচেয়ে কাঙ্ক্ষিত দুটি উইকেট। তিন বলের মধ্যেই ফেরান চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে! টানা ১০৪ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হয়েছেন কোহলি। এরপর বাকি কাজ সেরেছেন স্পিনাররা।

সকালে ব্যাট হাতে দিন শুরু করা স্টার্ক আউট হয়েছেন আরেকটি বাউন্ডারি মেরেই। অস্ট্রেলিয়ানরা নিজেরাও তখন হয়তো ভাবতে পারেননি, দ্বিতীয় সেশনেই আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তারা!

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৬০

ভারত ১ম ইনিংস: ৪০.১ ওভারে ১০৫ (বিজয় ১০, রাহুল ৬৪, পুজারা ৬, কোহলি ০, রাহানে ১৩, অশ্বিন ১, ঋদ্ধিমান ০, জাদেজা ২, জয়ন্ত ২, উমেশ ৪, ইশান্ত ২*; স্টার্ক ২/৩৮, ও’কিফ ৬/৩৫, হেইজেলউড ১/১১, লায়ন ১/২১)