জ্যাম্পার স্পিনে অস্ট্রেলিয়ার জয়

অ্যাডাম জ্যাম্পার স্পিনে তৃতীয় টি-টোয়েন্টিতে জিতেছে অস্ট্রেলিয়া। দেশটিতে টানা তৃতীয় সিরিজ জেতা শ্রীলঙ্কা শেষ ম্যাচে হেরে গেছে ৪১ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 01:58 PM
Updated : 22 Feb 2017, 01:58 PM

অ্যাডিলেড ওভালে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৮ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

বড় লক্ষ্য তাড়ায় উপুল থারাঙ্গার সঙ্গে ৪১ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দিলশান মুনাবিরা। চতুর্থ ওভারে অধিনায়কের বিদায়ের পর নিয়মিত উইকেট হারানোয় লঙ্কানরা ভালো শুরুর সুবিধা নিতে পারেনি। ২৫ বলে মুনাবিরার ৩৭ রানের ঝড়ো ইনিংসের পরও ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি।

আগের দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা অসেলা গুনারত্নেকে ৪ রানেই ফেরান জ্যাম্পা। ম্যাচ সেরা এই লেগ স্পিনার দুই অঙ্কে যেতে দেননি চামারা কাপুগেদারাকে। রানের খাতা খোলার আগেই ফেরান দাসুন শানাকাকে।

মিলিন্দা সিরিবর্ধনের (২৭ বলে ৩৫) ব্যাটে দেড়শ’ রানের কাছাকাছি যায় শ্রীলঙ্কার সংগ্রহ।

২৫ রানে ৩ উইকেট নেন জ্যাম্পা। অস্ট্রেলিয়ার পেসার জেমস ফকনার ৩ উইকেট নেন ২০ রানে।

ভারত সফরে থাকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারসহ গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দেয় প্রথম চার ব্যাটসম্যান।

মাইকেল ক্লিঙ্গারের সঙ্গে ৭৯ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন অ্যারন ফিঞ্চ। অধিনায়কের ৩২ বলে খেলা ৫৩ রানের বিধ্বংসী ইনিংসটি গড়া ৫টি চার ও ৩টি ছক্কায়।

৩৬ বছর বয়সী ক্লিঙ্গার ফিরেন ৬২ রান করে। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৪৩ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়। শেষের দিকে ১৬ বলে ৩০ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন ট্র্যাভিস হেড।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া নিরোশান ডিকভেলাকে ছাড়া খেলতে নেমে সেই লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি লঙ্কানরা। সিরিজ সেরা গুনারত্নেও এদিন টানতে পারেননি দলকে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৭/৬ (ফিঞ্চ ৫৩, ক্লিঙ্গার ৬২, ডাঙ্ক ২৮, হেড ৩০, হেনরিকেস ২*, টার্নার ১, ফকনার ২, পেইন ১*; মালিঙ্গা ২/৩৫, কুলাসেকারা ০/৪০, সঞ্জয়া ০/৩৪, প্রসন্ন ১/২৫, সিরিবর্ধনে ০/১২, গুনারত্নে ০/১২, শানাকা ২/২৭)

শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৪৬ (মুনাবিরা ৩৭, থারাঙ্গা ১৪, মেন্ডিস ১৪, গুনারত্নে ৪, সিরিবর্ধনে ৩৫, কাপুগেদারা ৭, শানাকা ০, প্রসন্ন ১২, কুলাসেকারা ৮*, মালিঙ্গা ১, সঞ্জয়া ৫; টার্নার ০/১৫, রিচার্ডসন ১/৩৮, কামিন্স ০/২০, ফকনার ৩/২০, হেনরিকেস ০/১০, জ্যাম্পা ৩/২৫, হেড ১/১৬)

ফল: অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী

সিরিজ: শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা

ম্যান অব দ্য সিরিজ: অসেলা গুনারত্নে