বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিষিদ্ধ ডিকভেলা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হবে না নিরোশান ডিকভেলার। আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানানোয় দুটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 03:54 PM
Updated : 21 Feb 2017, 03:54 PM

জিলংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ওভারে আম্পায়ার আউট দেন ডিকভেলাকে। সাথে সাথে মাঠ ছাড়েননি তিনি। রিপ্লে দেখার জন্য দাঁড়ান,মাটিতে লাথি দিয়ে অনেকটা সময় কাঁধের দিকে তাকিয়ে থাকেন লঙ্কান ব্যাটসম্যান। এই কাণ্ডে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্টের শাস্তি হয় তার।

রিপ্লেতে দেখা যায় জেমস ফকনারকে স্কুপ করতে যাওয়া ডিকভেলার ব্যাটে লাগেনি বল, কাঁধ ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক টিম পাইনের গ্লাভসে।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে কাগিসো রাবাদার সঙ্গে বিবাদে জড়িয়ে তিন ডিমেরিট পয়েন্ট পান ডিকভেলা। সব মিলিয়ে ৫ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এবার সীমিত ওভারের ক্রিকেটে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন এই ব্যাটসম্যান।

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নামবে শ্রীলঙ্কা। আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে হবে প্রথম ওয়ানডে।