সাকিব-তামিমদের টানা দ্বিতীয় হার

শুরুটা ভালো করলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু কেউই পারলেন না নিজের ইনিংস বড় করতে। তাদের দল পেশাওয়ার জালমিও পারলো না টানা দ্বিতীয় হার এড়াতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 07:57 PM
Updated : 19 Feb 2017, 07:57 PM

শোয়েব মালিকের ঝড়ো অর্ধশতকে পেশাওয়ারকে ৯ রানে হারিয়েছে করাচি কিংস। শহিদ আফ্রিদির টর্নেডো ইনিংসেও হার এড়াতে পারেনি ড্যারেন স্যামির দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৪ রান করে করাচি।

সর্বোচ্চ অপরাজিত ৫১ রান করেন মালিক। তার ২৭ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও ৩টি ছক্কায়। উদ্বোধনী ব্যাটসম্যান বাবর আজম করেন ৪৬ রান। রবি বোপারার ব্যাট থেকে আসে ৩০ রানের আরেকটি ভালো ইনিংস।

৯ ওভার স্থায়ী ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙা সাকিবকে দিয়ে ২ ওভারের বেশি করাননি স্যামি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ১৪ রান দিয়ে নেন ১ উইকেট। ইফতেখার আহমেদ ২ উইকেট নেন ৮ রানে।

জবাবে ১ বল বাকি থাকতে ১৬৫ রানে অলআউট হয়ে যায় পেশাওয়ার।

৬৯ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারানো দলটি প্রতিরোধ গড়ে স্যামি ও আফ্রিদির ব্যাটে। ৩৪ রান করে অধিনায়কের বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি। আশা বাঁচিয়ে টিকে থাকেন আফ্রিদি। তার ব্যাটে এক সময়ে প্রয়োজনীয়তা ছিল ৩ বলে ১০ রান।

২৮ বলে ৫৪ রান করে আফ্রিদি ফিরে গেলে সেই সমীকরণ মেলাতে পারেনি পেশাওয়ার।

করাচির সোহেল খান (৩/২৮) ও ওসমান খান (৩/৩২) তিনটি করে উইকেট নেন।