৯ হাজারে প্রথম তুষার ইমরান

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তার। তুষার ইমরান এবার ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 05:35 PM
Updated : 19 Feb 2017, 05:35 PM

মাইলফলক ছুঁতে বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিল ১৪ রান। বিকেএসপিতে উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চল ১৩৪ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। অনায়াসেই পেরিয়ে যান ৯ হাজার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানই আছে বাংলাদেশের আর কেবল একজনের। সেই অলক কাপালীও আছেন বেশ পেছনে। রান তার ৮ হাজার ১৮০।

রানের মতো সেঞ্চুরির রেকর্ডটাও বেশ অনেকটা এগিয়ে নিয়েছেন তুষার। ৯ হাজার ছোঁয়ার পরই থামেননি, এদিন তুষার করে ফেলেন এই মৌসুমে তার চতুর্থ সেঞ্চুরি। দিন শেষে অপরাজিত ১২৭ রানে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি এখন ২২টি।

১৯টি করে সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কাপালী ও নাঈম ইসলামের।

রান ও সেঞ্চুরির মতো প্রথম শ্রেণিতে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তুষারের। তবে সেটিতে অংশীদ্বারী আছে অলকের। দুজনেই এখন খেলছেন ১৪৪তম ম্যাচ।

প্রথম শ্রেণিতে বাংলাদেশের সর্বোচ্চ রান:

ম্যাচ      ইনিংস রান      গড়       ১০০/৫০

তুষার ইমরান ১৪৪      ২৪৭      ৯১১৩ ৪০.৫০    ২২/৪৯

অলক কাপালী    ১৪৪      ২৪২      ৮১৮০ ৩৫.৪১    ১৯/৩৫

রাজিন সালেহ    ১৩৮      ২৪১      ৭৮৮৮ ৩৫.৬৯    ১৭/৪০

মোহাম্মদ আশরাফুল ১৩৮ ২৫১      ৭০৪১     ২৮.৮৫    ১৮/২৮

ফরহাদ হোসেন   ১১৪      ১৯৯      ৬৭৬৫ ৩৬.৯৬    ১৪/২৮