পিটারসেনের টর্নেডো ইনিংসে কোয়েটার জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2017 09:10 PM BdST Updated: 18 Feb 2017 09:10 PM BdST
বিশাল সংগ্রহ গড়েও জেতা হয়নি লাহোর কালান্দার্সের। কেভিন পিটারসেনের টর্নেডো ইনিংসে ৫ উইকেটের জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুইশ’ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৭ বল হাতে রেখেই।
ব্যাটিংয়ে নামতে হয়নি মাহমুদউল্লাহর। বোলিংয়ে দুই ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কোয়েটার এই অফ স্পিনিং অলরাউন্ডার।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০০ রান করে লাহোর।
সর্বোচ্চ ৫১ রান জেসন রয়ের। এই ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যানের ২৭ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও ৩টি ছক্কায়। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান করেন ৪৭ রান।
ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া মোহাম্মদ রিজওয়ার ২৮ বলে ৪টি চার ও একটি চারে অপরাজিত থাকেন ৪৬ রানে। ডেলপোর্ট ২১ বলে করেন ৩৫ রান।
২৮ রানে ২ উইকেট নেন হাসান খান।
জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোয়েটা।
আহমেদ শেহজাদ ও সাদ নাসিমের দ্রুত বিদায়ে চাপে পড়া কোয়েটাকে শুরুতে পথ দেখান রাইলি রুশো। ১৮ বলে ৩৩ রান করে ফিরেন এই ডানহাতি বিস্ফোরক ব্যাটসম্যান। দ্রুত ফিরেন থিসারা পেরেরা।
অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে ১০১ রানের জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান পিটারসেন। ৪২ বলে ৮টি ছক্কা ও ৩টি চারে ৮৮ রানে অপরাজিত থাকেন কেপি নামে পরিচিত এই ইংলিশ ব্যাটসম্যান।
৩টি করে ছক্কা-চারে ২৫ বলে ৪৫ রান করে সরফরাজের বিদায়ের পর ক্রিজে আসা আনোয়ার আলি ৩ বলে ১২ রান নিয়ে দারুণ জয় নিশ্চিত করেন।
লাহোরের সোহেল তানভির ও মোহাম্মদ ইরফান দুটি করে উইকেট নেন।
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী