শতকের পর শুভাগতর অর্ধশতক

ম্যাচে ১০ উইকেট, প্রথম ইনিংসে শতক, দ্বিতীয় ইনিসে করলেন অর্ধশতক। শুভাগত হোম চৌধুরীর এমন দাপুটে পারফরম্যান্সেও জিততে পারেনি মধ্যাঞ্চল। শেষ দিন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেধে রেখে ম্যাচ ড্র করেছে দক্ষিণাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 02:21 PM
Updated : 14 Feb 2017, 03:14 PM

বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার জয়ের জন্য ৯ উইকেটে আরও ২৭২ রান দরকার ছিল মধ্যাঞ্চলের। ১ উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা দলটি ৫ উইকেটে ১৯০ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

শুরুতেই সাইফ হাসান ও মেহরাব হোসেন জুনিয়রকে ফিরিয়ে মধ্যাঞ্চলকে চাপে ফেলেন রুবেল হোসেন। বেশিদূর যেতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ। ১২৪ বলে ৬টি চারে ৫২ রান করে বিদায় নেন ম্যাচ সেরা শুভাগত।

১৩৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো মধ্যাঞ্চল জয়ের চেষ্টায় যায়নি। তাইবুর রহমান ও অধিনায়ক মার্শাল আইয়ুব মনোযোগী ছিলেন টিকে থাকার দিকেই। 

রুবেল ও সোহাগ গাজী ২টি করে উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ১৩ ওভার বল করে ৬টি মেডেনসহ ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৬০

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৯৯

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৩১৭

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৭৯ ওভারে ১৯০/৫ (সাদমান ৬, মজিদ ৩৬, সাইফ ২২, মেহরাব জুনিয়র ৪, শুভাগত ৫২, তাইবুর ৩৯*, মার্শাল ১৭*; মুস্তাফিজ ১/১৩, রুবেল ২/৪১, রাজ্জাক ০/৬১, জিয়া ০/১৭, সোহাগ ২/৫৪)

ফল: ড্র

ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম চৌধুরী।