ভাবিনি ওরা ২০০-২৫০ রানে অলআউট  হবে: কোহলি

পঞ্চম দিনেও হায়দরাবাদের উইকেট ভালো ছিল। ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতে, ব্যাটসম্যানরা চাইলে আরও ভালো করতে পারতেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 02:41 PM
Updated : 13 Feb 2017, 02:45 PM

পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনেই গুটিয়ে গিয়ে ভারতের মাটিতে নিজেদের প্রথম টেস্ট ২০৮ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে আসা কোহলি জানান, এত কম রানে প্রতিপক্ষ অলআউট হবে ভাবেননি তিনি।

“উইকেট যথেষ্টই ভালো ছিল। শেষ দিনেও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। বেসিক ক্রিকেট খেললেও এখানে রান করা যায়। আমি ভাবিনি যে ওরা ২০০-২৫০ রানেই গুটিয়ে যাবে।”

প্রথম ইনিংসে ৩৮৮ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৫০ রানে।

“ওদের ভালো কিছু ব্যাটসম্যান আছে। নিউ জিল্যান্ডে প্রায় ছয়শ’ রান করেছে। আত্মবিশ্বাসও নিশ্চয়ই ছিল। এই ধরনের উইকেটে ভালো করা যেত। প্রথম ইনিংসে ওরা অবশ্য লড়াই করেছে।”

ম্যাচ বাঁচানোর জন্য প্রথম ইনিংসের লড়াই যথেষ্ট ছিল না। বোলারদের বিশ্রামের কথা ভেবে সুযোগ থাকলেও ফলোঅন করায়নি ভারত।