রাজ্জাক ঝড়ে দক্ষিণাঞ্চলের পুঁজি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2017 05:54 PM BdST Updated: 13 Feb 2017 05:54 PM BdST
ম্যাচে শতক ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন শুভাগত হোম চৌধুরী। তারপরও স্বস্তিতে নেই তার দল। আব্দুর রাজ্জাকের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়েছে দক্ষিণাঞ্চল।
শেষ বেলায় মধ্যাঞ্চলের উদ্বোধনী জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৭ রান।
প্রথম ইনিংসের মতো এবারও সাদমান ইসলামকে ফিরিয়েছেন মুস্তাফিজ। আব্দুল মজিদ ও সাইফ হাসান এখনও রানের খাতা খোলেননি।
বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে সোমবার ৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণাঞ্চল।
শাহরিয়ার নাফীসের ৭২ ও তুষার ইমরানের ৪৪ রানের পরও ১৯৫ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে দক্ষিণাঞ্চল ৩১৭ পর্যন্ত যায় রাজ্জাকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। অধিনায়ক ৬১ বলে ৫টি ছক্কা ও ৬টি চারে করেন ৭৬ রান।
রাজ্জাকের সঙ্গে নবম উইকেটে ৮০ রানের জুটি গড়া রুবেল হোসেন অপরাজিত থাকেন ২০ রানে।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া শুভাগত হোম চৌধুরী ৭৭ রানে নেন ৪ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ম্যাচে ১০ উইকেট পেলেন তিনি। বাঁহাতি স্পিনার তাইবুর রহমান ৪ উইকেট নেন ৫২ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৬০
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৯৯
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৭৮ ওভারে ৩১৭ (এনামুল ৩০, শাহরিয়ার ৭২, আল আমিন ২, তুষার ৪৪, মিঠুন ১২, মাহমুদ ১, জিয়া ৩৪, সোহাগ ৭, রাজ্জাক ৭৬, রুবেল ২০*, মুস্তাফিজ ০; শুভাগত ৪/৭৭, শাহাদাত ০/৭২, হায়দার ২/৬১, শরীফউল্লাহ ০/৩৮, তাইবুর ৪/৫২)
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৪ ওভারে ৭/১ (সাদমান ৬, মজিদ ০*, সাইফ ০*; মুস্তাফিজ ১/১, রুবেল ০/৬, রাজ্জাক ০/০)
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট