গাভাস্কারকে ছাড়িয়ে কোহলি

অনেক পাওয়ার হায়দরাবাদ টেস্টে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। তার অধীনেই টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থেকেছে ভারতের টেস্ট দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 11:46 AM
Updated : 13 Feb 2017, 02:52 PM

প্রথম ইনিংসে দ্বিশতক করে কোহলি গড়েছিলেন ইতিহাস। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সিরিজে করেছিলেন দ্বিশতক।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারত জিতেছে ২০৮ রানের বড় ব্যবধানে। এই জয়ে রেকর্ড একার করে নেন অধিনায়ক কোহলি।

১৯৭৬-১৯৮০ সালে সুনিল গাভাস্কারের নেতৃত্বে টানা ১৮ টেস্টে অপরাজিত ছিল ভারত দল। তার রেকর্ডের খুব কাছে গিয়ে থেমেছিলেন কপিল দেব। ১৯৮৫-৮৭ সালে তার অধীনে টানা ১৭ টেস্টে অপরাজিত ছিল ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে গাভাস্কারের পাশে বসেন কোহলি। রেকর্ড নিজের করে নেওয়ার পথে বাংলাদেশের ক্রিকেটারদের দিক থেকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে।

এ নিয়ে টানা ছয় সিরিজে জিতল ভারত। অধিনায়ক কোহলির অধীনে ২৩ টেস্টের ১৫টিতেই জয়ের হাসিতে মাঠ ছাড়ে দলটি।

অধিনায়ক হিসেবে প্রথম ২৩ টেস্টে কোহলির চেয়ে বেশি টেস্ট জিতেছেন কেবল অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (১৭)। কোহলির সমান ১৫টি করে টেস্ট জিতেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ইংল্যান্ডের মাইকেল ভন।