বলে মুশফিকের অটোগ্রাফ নিলেন অশ্বিন

পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখন শেষ। দুদল ফিরছিল ড্রেসিং রুমে। দেখা গেল মুশফিকুর রহিমের দিকে এগিয়ে গেলেন একজন। হাতে বল। সেই বলে চাইলেন স্বাক্ষর। বাংলাদেশ অধিনায়ক হাসিমুখেই মেটালেন দাবি। অটোগ্রাফ শিকারির নাম রবিচন্দ্রন অশ্বিন!

ক্রীড়া প্রতিবেদক হায়দরাবাদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 10:55 AM
Updated : 13 Feb 2017, 02:52 PM

দূরে থেকে দেখেও অবশ্য প্রেক্ষাপট বুঝে নিতে সমস্যা হলো না। আগের দিন মুশফিককে আউট করেই অশ্বিন নাম লিখিয়েছেন ইতিহাসে। গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড। উইকেট নেওয়া সেই বলেই আড়ইশতম শিকারের স্বাক্ষর রেখে দিলেন শিকারি।

সংবাদ সম্মেলনের পর সেটি নিশ্চিত করলেন মুশফিকও। জানালেন, মাইলফলক ছোঁয়া সেই বলে অটোগ্রাফ চেয়েছিলেন অশ্বিন।

৪৫ টেস্ট খেলে ২৫০ উইকেট ছুঁয়ে অশ্বিন ভেঙেছেন ৩৫ বছর পর পুরোনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলির, ৪৮ টেস্টে।

দ্বিতীয় ইনিংসে আরও চারটি উইকেট নিয়ে অশ্বিন নিজের শিকার সংখ্যা নিয়ে গেছেন ২৫৪ টিতে।