দুই সেশনেই শেষ করতে চায় ভারত

উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছেন স্পিনাররা, প্রতিপক্ষের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেছেন। হায়দরাবাদ টেস্টে আর খুব বেশি প্রতিরোধ আশা করছে না ভারত। চেতেশ্বর পুজারা মনে করছেন, দুই সেশনের মধ্যেই জয় তুলে নেওয়া সম্ভব হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 01:33 PM
Updated : 12 Feb 2017, 03:53 PM

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। মাহমুদউল্লাহর সঙ্গে ক্রিজে রয়েছে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে আসতে বাকি প্রথম ইনিংসে শতক করা মুশফিকুর রহিম।

রোববারের খেলা শেষে ভারত দলের প্রতিনিধি হয়ে আসা টপঅর্ডার ব্যাটসম্যান পুজারা জানান, যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করার লক্ষ্য তাদের। 

“ওরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে। তবে আশা করছি, কাল প্রথম দুই সেশনে ওদের ৭ উইকেট তুলে নিতে পারবো।”

পুজারার বিশ্বাস, প্রথম ইনিংসে প্রায় ১২৮ ওভারে ব্যাটিং করা বাংলাদেশের জন্য এবার কাজটা অনেক বেশি কঠিন হবে।

“আমি আমাদের বোলারদের সমালোচনা করতে চাই না।…কন্ডিশন ওদের জন্য কঠিন ছিল।”