আফিফের পর ইয়াসিরের শতক

আফিফ হোসেনের পর শতক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। তাতে প্রথম ইনিংসে ৪৯০ রানের বড় সংগ্রহ গড়েছে পূর্বাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 12:28 PM
Updated : 12 Feb 2017, 12:28 PM

বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রোববারের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ ও জুনায়েদ সিদ্দিক ১৫ রানে ব্যাট করছেন। দলটি এখনও ৪৬২ রানে পিছিয়ে।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে খেলা শুরু করে পূর্বাঞ্চল। ৪৮ রান নিয়ে দিন শুরু করা জাকির হাসান ফিরেন ৬৪ রান করে।

অলক কাপালী ও ইরফান শুক্কুরকে দ্রুত বিদায় করে পূর্বাঞ্চলকে চাপে ফেলেন সানজামুল ইসলাম। ৭৭ রানের জুটিতে দলের সংগ্রহ চারশ’ রানে নিয়ে যান ইয়াসির-আবুল হাসান। ৭টি চারে ৪৬ রান করা হাসানকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন বাঁহাতি স্পিনার সানজামুল।

সেখান থেকে দলকে পাঁচশ’ রানের কাছাকাছি নিয়ে যান ইয়াসির। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় শতক পাওয়া এই তরুণ অপরাজিত থাকেন ১১০ রানে। তার ২৫০ বলের ধৈর্যশীল ইনিংসটি গড়া ৮টি চারে।

৩টি করে উইকেট নেন উত্তরাঞ্চলের ইয়াসিন আরাফাত ও সানজামুল। আরিফুল হক নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৬৯.৫ ওভারে ৪৯০ (ইমতিয়াজ ৮১, আফিফ ১০৫, তাসামুল ৩৪, জাকির ৬৪, ইয়াসির ১১০*, কাপালী ০, ইরফান ৫, হাসান ৪৬, ফেরদৌস ১১, সাকলাইন ১৩, জায়েদ ১; আরাফাত ৩/৬১, রেজা ০/৪৬, সানজামুল ৩/১৩১, নাসির ১/৫৬, শুভ ১/৯০, নাঈম ০/২২, আরিফুল ২/৬৪)

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮ ওভারে ২৮/০ (নাজমুল ১৩*, জুনায়েদ ১৫*; জায়েদ ০/১৪, আফিফ ০/১৩, হাসান ০/১)