
ব্যাটসম্যানদের কাঁধে ম্যাচ বাঁচানোর ভার
ক্রীড়া প্রতিবেদক, হায়দরাবাদ থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2017 03:45 PM BdST Updated: 12 Feb 2017 09:55 PM BdST
-
ছবি:বিসিসিআই
চা-বিরতির সময় দেখা গেল অনুশীলন উইকেটে বোলিং করছেন ভুবনেশ্বর-ইশান্তরা। চিত্রটা পরিষ্কার হয়ে গেল তখনই। দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। শেষ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য ৪৫৯ রান।
জিতলে হবে বিশ্বরেকর্ড। তবে রেকর্ড বা রান, কোনোটাই নিশ্চয়ই বাংলাদেশের ভাবনায় নেই; দৃষ্টি ওভারে। চতুর্থ দিন শেষ সেশনের ৩৫ ওভার, আর শেষ দিনে সম্ভাব্য ৯০, এই ১২৫ ওভার টিকে থাকতে পারলেই অর্জন ড্র।
লাঞ্চের আগে ১ ওভার আর দ্বিতীয় সেশনে ২৮, দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার খেলেছে ভারত। ওয়ানডের গতিতে তুলেছে রান। তাসকিন আহমেদের বাইরের বল মারতে গিয়ে দ্রুতই ফিরেছিলেন দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। কিন্তু কমেনি রানের গতি।
বিরাট কোহলি তো বরাবরই আক্রমণাত্মক। চেতেশ্বর পুজারাও রান তুললেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। কম গেলেন না অজিঙ্কা রাহানেও। ভারতীয়দের রান তৃষ্ণায় দুটি উইকেট উপহার পেয়েছেন সাকিব আল হাসান।
৪ উইকেটে ১৫৯ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এইটুকু সময়েও দুটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ।
সকালে ৬ উইকেটে ৩২২ রান দিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মিরাজ ফিরে যান প্রথম ওভারেই। মুশফিক লড়ে যান। অসাধারণ এক সেঞ্চুরি করে দলের রান নিয়ে যান চারশর কাছে। বাংলাদেশও টিকে প্রায় লাঞ্চ পর্যন্ত। এজন্যই হয়ত ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে ভারত।
চ্যালেঞ্জটা এখন আবার সেই ব্যাটসম্যানদের ওপর। চতুর্থ দিনের দুই সেশন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন নয়। চতুর্থ ইনিংসে ১২৫ ওভার টিকে থাকা অবশ্য কঠিন। তবে অসম্ভব তো নয়!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৬৮৭/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৮
ভারত ২য় ইনিংস: ২৯ ওভারে ১৫৯/৪ (ইনিংস ঘোষণা) (বিজয় ৭, রাহুল ১০, পুজারা ৫৪*, কোহলি ৩৮, রাহানে ২৮, জাদেজা ১৬*; তাইজুল ০/২৯, তাসকিন ২/৪৩, সাকিব ২/৫০, মিরাজ ০/৩২)।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- ‘বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে এগুলো করেছিলাম’
- জীবনে প্রথম সংসদে ঢুকে ‘অভিভূত’ সুবর্ণা মুস্তাফা
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়
- সাব্বিরের সেঞ্চুরিতেও বাংলাদেশের বড় হার
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- মনোনয়নের জন্য দুবাই প্রবাসীর ‘লন্ডনে টাকা ঢালার’ ঘটনা বললেন প্রধানমন্ত্রী
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের