দ. আফ্রিকার কাছে হেরে অপেক্ষায় রুমানারা

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আবার হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হারায় সুপার সিক্সে উঠতে গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রুমানা আহমেদের দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 09:59 AM
Updated : 11 Feb 2017, 09:59 AM

কলম্বোর পি সারা ওভালে শনিবারে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১০০ রানে অলআউট  হয়ে যায় বাংলাদেশ।

ভালো বোলিং আক্রমণের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ের চক্র থেকে বের হতে পারেনি রুমানার দল। রান আউট হওয়ার আগে অধিনায়ক করেন সর্বোচ্চ ৩৯ রান। এর বাইরে দুই অঙ্কে যান কেবল সানজিদা ইসলাম (১৩) ও সালমা খাতুন (১৬)।

দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল (৩/১৪) ও সুনে লুস (৩/১৭) নেন তিনটি করে উইকেট।  

কদিন আগেই বাংলাদেশের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা ছোট লক্ষ্য পেয়ে কোনো তাড়াহুড়া করেনি। ২৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে দেন দলটি।

সর্বোচ্চ ৩৪ রান আসে লিজেলি লির ব্যাট থেকে। তার সঙ্গে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়া লরা উলভার্ট করেন ৩০ রান। ১৪ রানে অপরাজিত থাকেন ক্লোয়ি ট্রায়ন।

সালমা, রুমানা, সুরাইয়া আজমিন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।