ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দুই বছরের বেশি সময় পরে আইসিসি ওয়ানডে দলের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 04:51 AM
Updated : 11 Feb 2017, 09:00 AM

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে ছিল এবি ডি ভিলিয়ার্সের দল। নিউ জিল্যান্ডের কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ ব্যবধানের হার আর দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫-০ ব্যবধানের জয়ে পরিবর্তন এসেছে শীর্ষস্থানে।
 
বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এ নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষে উঠল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে চূড়ায় ছিল তারা। গত বছরের ১ মে থেকে খেলা ১৭ ওয়ানডেতে টানা ১১সহ মোট ১৩ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
 

শ্রীলঙ্কাকে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯)। তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্যবধান ধরে রাখতে নিউ জিল্যান্ড (১১৩) সফরে ৫ ম্যাচের সিরিজ ন্যূনতম ৩-২ ব্যবধানে জিততে হবে ডি ভিলিয়ার্সদের। 
১০১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শ্রীলঙ্কা হারিয়েছে ৩ পয়েন্ট। দলটি এখন সপ্তম স্থানে থাকা বাংলাদেশের (৯১) চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে।