রেকর্ড গড়েই ফিরলেন পুজারা

যেন রেকর্ডটি গড়ার অপেক্ষাই করছিলেন। নতুন উচ্চতা ছুঁয়েই ফিরলেন কটবিহাইন্ড হয়ে। নামের পাশে তখন ৮৩ রান, সেঞ্চুরি না পাওয়ার হতাশা থাকবেই। তবে থাকবে একটা তৃপ্তিও। একটা জায়গায় চেতেশ্বর পুজারা উঠে গেছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের চূড়ায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি রান!

ক্রীড়া প্রতিবেদক হায়দরাবাদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 10:45 AM
Updated : 9 Feb 2017, 03:46 PM

বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে পুজারা ভেঙেছেন ভারতীয় ক্রিকেটের ৫০ বছর পুরোনো রেকর্ড। ১৯৬৪-৬৫ মৌসুমে ২৮ ইনিংসে ১ হাজার ৬০৪ রান করেছিলেন চাঁদু বোর্দে। ২১ ইনিংসেই এত দিনের পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেলেন পুজারা। আউট হয়েছেন ঠিক ১ রান বেশি করে।

দুজনেরই সেঞ্চুরি ৬টি করে। বোর্দের গড় ছিল ৬৪.১৬। পুজারার এখন ৮৯.১৬।

এই তালিকায় তিনেও আছেন পুজারা। ২০১২-১৩ মৌসুমে ৫ সেঞ্চুরিতে করেছিলেন ১ হাজার ৫৮৫ রান।

এই টেস্টের পরও এবার আরও চারটি টেস্ট আছে ভারতের। রেকর্ডটিকে তাই নিশ্চিত ভাবেই আরও অনেক এগিয়ে নেবেন পুজারা।