‘ইন্টারেস্টিং’ টেস্টের অপেক্ষায় ভারতীয় কোচ

“ফল ভালো নয়, কিন্তু পারফরম্যান্স খারাপ নয়” - কোচ, অধিনায়ক বা দলের যে কোনো ক্রিকেটার, নিউ জিল্যান্ড সফর নিয়ে এটি বাংলাদেশ দলের সবার আপ্ত বাক্য। সেই ভাবনার ঢেউ দেখা গেল আছড়ে পড়েছে ভারতীয় দলেও। স্বাগতিকদের কোচ অনিল কুম্বলের মূল্যায়নও যে একইরকম!

ক্রীড়া প্রতিবেদক হায়দরাবাদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 04:43 PM
Updated : 7 Feb 2017, 05:01 PM

নিউ জিল্যান্ডে সব ম্যাচ হেরে এসেছে বাংলাদেশ। ভারতের কন্ডিশন বাংলাদেশের জন্য খুব বিরুদ্ধ নয়, তবে দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। টানা ১৮ টেস্ট অপরাজিত থেকে বিরাট কোহলির দল উঠেছে নতুন উচ্চতায়। কুম্বলে কোচ হওয়ার পর দলটা পেয়েছে নতুন গতি। নিউ জিল্যান্ড থেকে শূন্য হাতে ফেরা বাংলাদেশ দলের এখানেও পাত্তা পাওয়া কঠিন।

তবে নিউ জিল্যান্ডের পারফরম্যান্সের কারণেই কুম্বলের কণ্ঠে বাংলাদেশকে নিয়ে বাড়তি সম্মান।

“বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভালো দল। ফল যদিও ভালো কিছু বলছে না, কিন্তু নিউ জিল্যান্ডে ভালো করেছে ওরা। নিউ জিল্যান্ডে গিয়ে ওভাবে খেলতে পারাই বলে দিচ্ছে ওদের সামর্থ্য। ওদেরকে সমীহ করতেই হবে।”

“প্রতিপক্ষ যে-ই হোক, আমরা সবসময় সমানভাবেই নেই। নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছি আমরা। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। বাংলাদেশের দারুণ কিছু ক্রিকেটার আছে। আছে ভালো অলরাউন্ডার। টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে দারুণ ইন্টারেস্টিং।”

কুম্বলে যেমন বলছেন, ম্যাচটিকে সত্যিই তেমন ‘ইন্টারেস্টিং’ করে তোলার দায়িত্বটা এখন বাংলাদেশের!