রান আটকে শিকার ধরতে চান মিরাজ
ক্রীড়া প্রতিবেদক, হায়দরাবাদ থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2017 10:03 PM BdST Updated: 07 Feb 2017 11:00 PM BdST
মধুচন্দ্রিমা মোটামুটি শেষ নিউ জিল্যান্ডে গিয়েই। আবির্ভাবে ইংল্যান্ডের বিপক্ষে আলোড়ন তোলার পর প্রথম বিদেশ সফরে মেহেদী হাসান মিরাজ উপলব্ধি করতে পেরেছেন, টেস্ট ক্রিকেট কতটা কঠিন। অপেক্ষায় এখন নতুন চ্যালেঞ্জ।
অভিষেক সিরিজে টার্নিং উইকেটে খাবি খাইয়েছেন ইংলিশ ব্যাটম্যানদের। ২ টেস্টে নিয়েছিলেন রেকর্ড ১৯ উইকেট। নিউ জিল্যান্ডে গিয়ে নেমে এসেছেন মর্ত্যে। ২ টেস্টে সেখানে ৪ উইকেট।
মিরাজের এবার মিশন ভারত, স্পিনারদের জন্য যেখানে শঙ্কা আর সম্ভাবনা হাত ধরাধরি করেই হাঁটে। বেশিরভাগ সময়ই স্পিনাররা পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেট। কিন্তু সেই স্পিন সামলানোর জন্য প্রস্তুত থাকে সেরাদের সেরা ব্যাটসম্যানরা। ভারতীয় ব্যাটসম্যানদের হাতে তুলোধুনো হয়ে কত স্পিনারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে!

শঙ্কাটা আছে বলেই নিজের করণীয় বুঝে ফেলেছেন মিরাজ। হায়দরাবাদ টেস্ট নিয়ে নিজের পরিকল্পনায় তাই ফিরে গেছেন শেকড়ে। ঠিক রাখতে চান স্রেফ মৌলিক দিকটাই। বাধ দিতে চান রান প্রবাহে।
“ব্যক্তিগত পরিকল্পনা হলো নিজের শক্তির জায়গা অনুযায়ী বল করতে চেষ্টা করব। আমার শক্তির জায়গা হলো ঠিক জায়গায় বল রাখা। সবসময় ভালো জায়গায় বল রাখার চেষ্টা করি। উইকেট নেওয়ার চেষ্টা করি না। উইকেট নেওয়ার চেষ্টা করলে অনক সময় এলোমেলো হতে পারে। সবসময় চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ভালো জায়গায় বল করার জন্য।”

“প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পেরেছি। বুঝতে পেরেছি কেমন খেলতে পারে ওরা। আমাদের মানসিকতা সেভাবেই গড়ে তুলতে হবে। ভারত সবসময় বোলারদের ওপর দাপট দেখিয়ে খেলবে। আমরা সেটা ভালোই বুঝতে পেরেছি। আমাদেরও সেভাবেই মাঠে নামতে হবে। লক্ষ্য থাকবে কিভাবে রান আটকানো যায়।”
মিরাজের পরিকল্পনা কতটা সময় হজবে, সেটির উত্তর দেবে সময়। তবে একটি ব্যাপার নিশ্চিত, পারফরম্যান্স ভালো হোক বা খারাপ, ভারতীয় ব্যাটম্যানদের বিপক্ষে বোলিংয়ের অভিজ্ঞতা সমৃদ্ধই করবে মিরাজকে।
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
-
‘অবশ্যই আমরা সাকিবকে মিস করব’
-
কোনো ‘চাপে নেই’ মুমিনুল আর বাংলাদেশ
-
টিকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন ওয়্যাগনাররা
-
ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল
-
ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল