মিশ্রর জায়গায় বাংলাদেশের বিপক্ষে কুলদীপ

হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের ভারত দল থেকে ছিটকে গেছেন অমিত মিশ্র। তার জায়গায় প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 12:32 PM
Updated : 7 Feb 2017, 05:01 PM

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট।

ইংল্যান্ডের বিপক্ষে গত ১ ফেব্রুয়ারি তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলার সময় চোট পেয়েছিলেন লেগ স্পিনার মিশ্র।

সিকান্দারাবাদে বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছেন কুলদীপ। প্রথম ইনিংসে ৩২ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ রানে ২ উইকেট নেন তিনি।

২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কুলদীপ ৩৩.১১ গড়ে নিয়েছেন ৮১ উইকেট। হায়দরাবাদ টেস্টের ভারত দলে তিনি চতুর্থ স্পিনার। আগে থেকেই দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। চোট থেকে সেরে উঠা জয়ন্তও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।

ভারত দল: বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।