রাজ্জাকের স্পিনে দক্ষিণাঞ্চলের ইনিংস ব্যবধানে জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2017 02:35 PM BdST Updated: 06 Feb 2017 08:08 PM BdST
-
ফাইল ছবি
প্রথম শ্রেণির ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচে দারুণ জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। অধিনায়ক আব্দুর রাজ্জাকের স্পিনে তিন দিনেই পূর্বাঞ্চলকে ইনিংস ও ৪৪ রানে হারিয়েছে তারা।
Related Stories
বাংলাদেশ ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে সোমবার ৫ উইকেটে ৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে নামাতে আরও ১৮৫ রান প্রয়োজন ছিল ফলোঅনে পড়া দলটির।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই শাহানুর রহমানকে ফিরিয়ে দেন রাজ্জাক। আবুল হাসানের সঙ্গে ৪১ রানের জুটি গড়া অলক কাপালীকে ফিরিয়ে পূর্বাঞ্চলকে বড় একটা ধাক্কা দেন অফ স্পিনার সোহাগ গাজী।
এরপরই গড়ে উঠে পূর্বাঞ্চলের সেরা জুটি। সাকলাইন সজীবের সঙ্গে ৬৮ রানের জুটিতে ইনিংস পরাজয় এড়ানোর আশা জাগান হাসান। ৮টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করা এই তরুণকে ফিরিয়ে আবার প্রতিরোধ ভাঙেন রাজ্জাক। সেই ওভারে এবাদত হোসেনকে ফিরিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৮তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
পরের ওভারে ফিরে সাকলাইনকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করে পূর্বাঞ্চলকে ২১৫ রানে গুটিয়ে দেন রাজ্জাক। ৪৪ রানে ৬ উইকেট নিয়ে অভিজ্ঞ এই স্পিনারই দলের সেরা বোলার। ম্যাচে ৮৭ রানে ৭ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সোহাগ ২ উইকেট নেন ৬৬ রানে। ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন রুবেল হোসেন। ৮ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪০৩
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৪৪
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৭৭.৩ ওভারে ২১৫ (ইরফান ২৭, মারুফ ০, জাকির ১২, তাসামুল ৪, ইয়াসির ১৬, কাপালী ৪৮, শাহানুর ৭, হাসান ৬৪, সাকলাইন ২৬, এবাদত ০, খালেদ ০*; মুস্তাফিজ ০/২৩, রুবেল ১/৫৮, সোহাগ ২/৬৬, রাজ্জাক ৬/৪৪)
ফল: দক্ষিণাঞ্চল ইনিংস ও ৪৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আব্দুর রাজ্জাক
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার