ভারত টেস্টে ফিরলেন লিটন-শফিউল, নেই মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2017 03:52 PM BdST Updated: 01 Feb 2017 09:27 PM BdST
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাবল সেঞ্চুরির রেশ রয়ে গেছে এখনও। সেই ইনিংস লিটন কুমার দাসকে এনে দিল আরও বড় পুরস্কার। উইকেটকিপার ব্যাটসম্যান জায়গা পেয়েছেন ভারত সফরের একমাত্র টেস্টের দলে। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। অনুমিতভাবেই নেই চোট কাটিয়ে পুরো ফিট হতে লড়তে থাকা পেসার মুস্তাফিজুর রহমান।
চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াডে না থাকা তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারই উতরে গেছেন ফিটনেস টেস্টে। সব ঠিকঠাক থাকলে হায়দরাবাদ টেস্টে টস করবেন মুশফিকুর রহিমই। ঊরুর চোট কাটিয়ে ফিট ইমরুল কায়েস। মুমিনুল কাটিয়ে উঠেছেন পাঁজরের ব্যথা।


অভিষেক টেস্টে ক্রাইস্টচার্চে ব্যাট হাতে প্রথম ইনিংসে কার্যকর একটি ইনিংস খেলেছিলেন নুরুল। উইকেটের পেছনে ছিলেন দুর্দান্ত। তার কিপিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই নির্বাচকদেরও। তবে ব্যাটিং সামর্থ্য বিবেচনায় বেছে নিয়েছেন তারা লিটনকে। মুশফিক যদি কিপিং করতে না পারেন বা শেষ মুহূর্তের চোটে খেলতে না পারেন, তাহলে ব্যাটিং একটু দুর্বল হয়ে যায়। সেই ভাবনাতেই দলে ফেরানো হয়েছে লিটনকে।

মুস্তাফিজের ব্যাপারটি নিউ জিল্যান্ড সফরের মতোই রহস্য থেকে গেল। ফিজিও-ট্রেনাররা বলছেন বাঁহাতি পেসারের তেমন কোনো সমস্যা নেই। মুস্তাফিজ নিজে বলছেন ব্যথা আছে। কোনো ক্রিকেটার নিজে খেলতে আত্মবিশ্বাস না পেলে তাকে দলে রাখা কঠিন!
ক্রাইস্টচার্চে উইকেট না পেলেও রুবেল বেশ ভালো বোলিং করেছিলেন। তবে নির্বাচকরা মনে করিয়ে দিলেন, নিউ জিল্যান্ড সফরে জায়গা পেয়েছিলেন তিনি শফিউল চোট পাওয়ায়। শফিউল ফেরায় রুবেলকে জায়গা হারাতে হয়েছে স্বয়ংক্রিয়ভাবেই।

১৫ সদস্যের মূল স্কোয়াডের বাইরেও আরেকজন পেসারকে ভারতে নিয়ে যাওয়া হবে প্রস্তুতি ম্যাচের জন্য। মূল পেসারদের বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে। সেই বাড়তি পেসার আবু জায়েদ চৌধুরী। সবশেষ চারটি প্রথম শ্রেণির ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন সিলেটের এই পেসার। সব ম্যাচেই ছিল ইনিংস ৫ উইকেট। প্রস্তুতি ম্যাচ খেলা ও অভিজ্ঞতা অর্জনের জন্যই নেওয়া হবে ডানহাতি পেসারকে।
বৃহস্পতিবার সকালেই হায়দরাবাদের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। রোব ও সোমবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ৯ ফেব্রুয়ারি শুরু একমাত্র টেস্ট।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় চৌধুরী, সৌম্য সরকার, লিটন কুমার দাস, শফিউল ইসলাম।
-
নাসুমকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ