এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্দ্রে রাসেল। এই সময়ে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 05:17 PM
Updated : 31 Jan 2017, 06:18 PM

৩১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে রাসেলের নিষেধাজ্ঞা। মাঠে নামা হবে না ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত।  
 
এই ক্রিকেটারের আইনজীবী প্যাট্রিক ফস্টার জানান, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলসহ অন্য সব বিকল্প নিয়ে রাসেলের সঙ্গে আলোচনা করবেন তিনি। 
 
অনেকবার ফোন, ই-মেইল ও চিঠি দেওয়ার পরও ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই তিনবার রাসেল নিজের অবস্থান জানাননি। যা ওয়াডার নিয়মানুযায়ী ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার শামিল। পরে গত বছর মার্চে এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকার ডোপ বিরোধী কমিশন। মঙ্গলবার তিন সদস্যের স্বাধীন এক প্যানেল তারই রায়ে নিষেধাজ্ঞার শাস্তি দেয়।

ওয়াডার গাইডলাইন না মানায় সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারতেন রাসেল।