ইমরুল সেরে উঠছেন, তবে…

ইমরুল কায়েসের ভারত সফরে যাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। তবে আবার চোট পেলে দেড়-দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 12:07 PM
Updated : 28 Jan 2017, 12:08 PM

নিউ জিল্যান্ড সফরে ওয়েলিংটনে প্রথম টেস্টে প্রায় দেড়শ’ ওভার কিপিংয়ের পর ইনিংস উদ্বোধন করতে নেমে চোট পান ইমরুল। খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, দ্রুত উন্নতি হচ্ছে ইমরুলের। তবে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরতে হবে তার।

“আমাদের পরামর্শ একটাই, এবার যদি একই জায়গায় চোট পায় তাহলে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। তাহলে শ্রীলঙ্কা সফরও মিস করবে। আগে আমাদের সেটা থামাতে হবে। এটা টিম ম্যানেজমেন্টও জানে। ইমরুলও ব্যাপারটাও জানে, সিদ্ধান্ত ওকেই নিতে হবে।”

ওয়েলিংটন টেস্টের আগে নিউ জিল্যান্ডে আরও একবার চোট পেয়েছিলেন ইমরুল। সীমানায় ফিল্ডিং করার সময়ও পায়েই চোট লেগেছিল তার। ইমরুলের মাঠে ফেরা নিয়ে তাই সতর্ক থাকার তাগিদ দিলেন ডা. দেবাশীষ।

“আমাদের ইমরুলের ব্যাপারটা আরেকটু চিন্তা করতে হবে। ওকে সময় দিতে হবে। আমরা পুরোপুরি সেরে না উঠে ওর খেলায় ফেরার ঝুঁকি নিতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরুক।”

“টেস্ট শুরু হতে হতে কিন্তু ওর সেরে উঠার সময় হয়ে যাবে। আমরা যদি ওর সেরে উঠার প্রক্রিয়াকে ঘাঁটাই তাহলে এটা দেরি হয়ে যাবে। এখানে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে; ওকে পুনর্বাসনের অধীনে রেখে নিয়ে যাবে নাকি প্রস্তুতি ম্যাচে খেলাবে। ও নিজেও চোট থেকে ফেরার পর প্রস্তুতি ম্যাচে খেলতে চাইতে পারে। ওটা খেলতে গেলে আবার আঘাত পেয়ে যেতে পারে।”

আগামী ৫ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ।   

বিসিবির প্রধান চিকিৎসক জানান, ইমরুলের এমআরআই স্ক্যান অনুযায়ী তার অগ্রগতি খুবই সন্তোষজনক। ৩১ তারিখের পরীক্ষার পর আরও স্পষ্ট হবে বাঁহাতি ব্যাটসম্যানের চোট কোন পর্যায়ে রয়েছে।

“এভাবে যদি উন্নতি করতে থাকে তাহলে আমরা আশা করছি, ওকে দ্রুত খেলায় ফিরিয়ে আনতে পারবো।”

“কিন্তু এটা মনে রাখতে হবে, ওর চোট যেহেতু মাংসপেশিতে, এটা ফিরে আসতে পারে। পুরোপুরি সুস্থ না হয়ে ফিরলে ওর আবার চোট পাওয়ার শঙ্কা থাকবে। এটা আমাদের সতর্কতার সাথে দেখতে হবে। পুনর্বাসন এভাবে চলতে থাকলে আশা করছি, সপ্তাহ খানেকের মধ্যে ও মাঠে ফিরবে।”