ওয়ানডে র্যাঙ্কিংয়ের চূড়ায় ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2017 06:33 PM BdST Updated: 27 Jan 2017 06:33 PM BdST
টানা ভালো ক্রিকেট খেলে যাওয়ার পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
২০১৬ সালের শুরু থেকে ২৮ ম্যাচে নয়টি শতক আর চারটি অর্ধশতক ৬৫ গড়ে ১ হাজার ৭৫৫ রান করেন ওয়ার্নার। এই সময়ে তার স্ট্রাইক রেট ১০৬.৯৪।
পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২৮ বলে খেলেন ক্যারিয়ার সেরা ১৭৯ রানের চমৎকার ইনিংস। এরপর উঠে এলেন ক্যারিয়ার সেরা অবস্থানে।
৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ার্নার পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৮৬১) ও ভারতের বিরাট কোহলিকে (৮৫২)।
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতকের কৃতিত্ব দেখানো বাবর আজম প্রথমবারের মতো এসেছেন সেরা দশে। ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১০ নম্বরে।
পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে চার নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন পেসার মিচেল স্টার্ক (৭১৩)। তার চেয়ে খুব একটা এগিয়ে নেই শীর্ষে থাকা ট্রেন্ট বোল্ট (৭১৮)। পাঁচ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার জশ হেইজেলউড ।
ছয় নম্বরে নেমে গেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’