মর্গ্যান-রুটের ব্যাটে ভারতকে হারাল ইংল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটসম্যানদের বেঁধে রেখে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। বাকিটুকু সারতে কোনো সমস্যা হয়নি ওয়েন মর্গ্যান ও জো রুটের। তাদের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 02:42 PM
Updated : 26 Jan 2017, 02:50 PM

৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মর্গ্যানের দল।

কানপুরের গ্রিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করে ভারত। জবাবে ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

লক্ষ্য তাড়ায় ৩.২ ওভার স্থায়ী ৪২ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয় ও স্যাম বিলিংস। চার বলের মধ্যে দুই ব্যাটসম্যানকেই বোল্ড করেন উজবেন্দ্র চাহাল। ১১ বলে দুটি ছক্কায় ১৯ রান করেন রয়। বিলিংস ১০ বলে করেন ২২ রান।  

জোড়া উইকেটের সুবিধা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় উইকেটে মর্গ্যানের সঙ্গে দারুণ জুটিতে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান রুট। অধিনায়ককে ফিরিয়ে ১১.৩ ওভার স্থায়ী ৮৩ রানের জুটি ভাঙেন অভিষিক্ত পারভেজ রসুল। ৩৮ বলে চারটি ছক্কা ও একটি চারে মর্গ্যান খেলেন ৫১ রানের চমৎকার এক ইনিংস।   

বেন স্টোকসকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন রুট। চারটি চারে ৪৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান।

রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়েছিল ভারত। দলটির অন্য স্পিনাররা এই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি। পেসাররাও পারেননি কার্যকর কোনো ভূমিকা রাখতে। 

আগে ব্যাট করতে নেমে ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই দুই অঙ্কে যান, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। শুরুতেই লোকেশ রাহুলকে হারানো স্বাগতিকরা প্রতিরোধ গড়ে বিরাট কোহলি ও সুরেশ রায়নার ব্যাটে।

প্রথমবারের মতো দেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া কোহলি ফিরেন ২৬ বলে ২৯ রান করে। বাঁহাতি ব্যাটসম্যান রায়না বিদায় নেন ২৩ বলে ৩৪ রান করে। এরপর লড়াই করেন কেবল মহেন্দ্র সিং ধোনি। ২৭ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলকে দেড়শ’ রানের কাছাকাছি নিয়ে যান সাবেক এই অধিনায়ক।

তেমন কোনো জুটি গড়তে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটির ৩৪ রানই সর্বোচ্চ।

২১ রানে ২ উইকেট নেওয়া ইংল্যান্ডের মইন আলি হয়েছেন ম্যাচসেরা।

আগামী রোববার নাগপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভার ১৪৭/৭ (কোহলি ২৯, রাহুল ৮, রায়না ৩৪, যুবরাজ ১২, ধোনি ৩৬*, পান্ডে ৩, পান্ডিয়া ৯, রাসুল ৫, বুমরাহ ০*; মিলস ১/২৭, জর্ডান ১/২৭, প্লানকেট ১/৩২, স্টোকস ১/৩৭, মইন ২/২১)

ইংল্যান্ড: ১৮.১ ওভারে ১৪৮/৩ (রয় ১৯, বিলিংস ২২, রুট ৪৬*, মর্গ্যান ৫১, স্টোকস ২*; নেহরা ০/৩১, বুমরাহ ০/২৬, চাহাল ২/২৭, রসুল ১/৩২, রায়না ০/১৭, পান্ডিয়া ০/১২)

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: মইন আলি