খেই হারানো মাহমুদউল্লাহর পাশে তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2017 05:34 PM BdST Updated: 23 Jan 2017 08:56 PM BdST
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে মিডলঅর্ডারে মাহমুদউল্লাহর কাছ থেকে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশায় ছিল বাংলাদেশ। কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটার হতাশ করেছেন দলকে। নিউ জিল্যান্ডে হঠাৎ খেই হারানো মাহমুদউল্লাহর পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল।
সফরের আগে দারুণ ছন্দে ছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে জিতেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। নিউ জিল্যান্ডে একমাত্র প্রস্তুতি ম্যাচেও তার ব্যাটে ছিল হাসি। কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হতেই রান হাওয়া তার ব্যাট থেকে। তিন ম্যাচে করলেন মোটে চার রান- শূন্য, ১ আর ৩!
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে দেন ছন্দে ফেরার ইঙ্গিত। খেলেন ৫২ রানের এক ইনিংস। শেষ দুই ম্যাচে আবার ব্যর্থ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ১৯ ও ১৮ রান নয়, ওই দুই ম্যাচে পরিস্থিতির দাবি ছিল আরও বড় ইনিংসের।
প্রথম টেস্টে ২৬, ৫ রানের পর ভালো করতে পারেননি দ্বিতীয় ম্যাচেও। ১৯ আর ৩৮ রান করা এই ব্যাটসম্যানের আউটের ধরন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে হয় ক্রাইস্টচার্চ টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া তামিমের।
“(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের জন্য হয়তো এটা তার সেরা সিরিজ ছিল না। যখন এমন সময় যায়, যখন কোনো কিছুই আপনার দিকে যায় না, তখন এই ধরনের ডিসমিসালগুলো হয়। দেখবেন তার খুব একটা ভালো সিরিজে এই বলগুলোই খুব সুন্দরভাবে খেলছে, ভালো টাইমিং হচ্ছে।”
অফ স্টাম্পের বাইরের বলে নিয়মিতই ভুগেছেন মাহমুদউল্লাহ। এমনিতে ড্রাইভ খুব ভালো খেলেন, এবার সেই চেষ্টা করতে গিয়ে অনেকবারই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। শর্ট বলে ছিল অস্বস্তি, ফুল লেংথ বলেও ছিলেন না স্বচ্ছন্দ্য। ইশ সোধির লেগ স্পিনও ভুগিয়েছে। তবে মাহমুদউল্লাহর চেষ্টায় কোনো ত্রুটি দেখেন না তামিম।
“আমি উনাকে বাঁচানোর চেষ্টা করছি না। তবে অবশ্যই সব দিক থেকে উনার চেষ্টা ছিল। হয়তো তার আউটই একই রকম মনে হয়েছে, ক্রিকেটে কখনও কখনও এটা হয়।”
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
-
তামিম-জুনায়েদের ১২ বছর পর তামিম-শান্ত
-
ধোনির পর এবার রোহিতকে জরিমানা
-
তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
-
সবুজাভ উইকেটে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে