ইংলিশদের ১০ উইকেটে জয়ের পথে দারুণ বোলিং উপহার করেন অভিষিক্ত পেসার জশ টং।
নিউ জিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬২। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৯। ৫ পয়েন্ট নিয়ে সবার নীচে জিম্বাবুয়ে।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও বাংলাদেশকে সিরিজের সব ম্যাচে হারায় নিউ জিল্যান্ড। ওয়েলিংটন ৭ ও ক্রাইস্টচার্চে ৯ উইকেটে জিতে কেন উইলিয়ামসনের দল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছে পাকিস্তানকে।
২ পয়েন্ট পাওয়া নিউ জিল্যান্ড (৯৮) উঠে এসেছে পাঁচ নম্বরে। ৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছয় নম্বরে নেমেছে। তাদের ঠিক পেছনেই আছে শ্রীলঙ্কা (৯৬)।
নিউ জিল্যান্ডের চেয়ে খানিকটা এগিয়ে চার নম্বরে ইংল্যান্ড (১০১)। ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। তাদের পেছনে অস্ট্রেলিয়া (১০৯) ও দক্ষিণ আফ্রিকার (১০৭) অবস্থান।