ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2017 11:30 PM BdST Updated: 22 Jan 2017 11:30 PM BdST
রান উৎসবের ম্যাচে দারুণ শেষ ওভারে সব আলো কেড়ে নিলেন দলকে নাটকীয় জয় এনে দেওয়া ইংলিশ পেসার ক্রিস ওকস। তার জন্যই চার বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেনি ভারত।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিরাট কোহলির দলকে ৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ অবশ্য আগেই জয় করে নিয়েছিল বিরাট কোহলির দল।
রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ৩১৬ রান করে ভারত।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। প্রথম বলে ছক্কা, পরের বলে চার হাঁকিয়ে আশা জাগান কেদার যাদব। কিন্তু ওকসের দারুণ বোলিংয়ে ম্যাচ শেষ করতে পারেননি। তৃতীয় ও চতুর্থ বল ‘ডট’ খেলার পর পঞ্চম বলে ডিপ পয়েন্টে স্যাম বিলিংসের হাতে ধরা পড়েন তিনি। ভুবনেশ্বর কুমারও শেষ বলে রান পাননি।
৭৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯০ রান আসে যাদবের ব্যাট থেকে। ১৭৩ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর তিনিই লড়াইয়ে রেখেছিলেন দলকে।
অধিনায়ক কোহলি করেন ৫৫, যুবরাজ সিং ফিরেন ৪৫ রান করে।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে যাদবের ১০৪ রানের জুটি কক্ষপথে ফেরায় ভারত। ৪৩ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলা পান্ডিয়াকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙেন স্টোকস। রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দ্রুত বিদায়ে আবার চাপে পড়ে ভারত। দারুণ চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি সিরিজ সেরা যাদব।
৬৩ রানে ৩ উইকেট নেন অলরাউন্ডার বেন স্টোকস।

অর্ধশতক পান জনি বেয়ারস্টো। জো রুটের অনুপস্থিতিতে তিন নম্বরে নেমে এই ব্যাটসম্যান খেলেন ৫৬ রানের চমৎকার এক ইনিংস। স্টোকস অপরাজিত থাকেন ৫৭ রানে। ৩৯ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও দুটি ছক্কায়। অলরাউন্ড নৈপুণ্যের জন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
স্টোকসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ার পথে ১৯ বলে ৩৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ওকস।
৪৯ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২১/৮ (রয় ৬৫, বিলিংস ৩৫, বেয়ারস্টো ৫৬, মর্গ্যান ৪৩, বাটলার ১১, স্টোকস ৫৭*, মইন ২, ওকস ৩৪, প্লানকেট ১; ভুবনেশ্বর ০/৫৬, পান্ডিয়া ৩/৪৯, বুমরাহ ১/৬৮, যুবরাজ ০/১৭, জাদেজা ২/৬২, অশ্বিন ০/৬০)
ভারত: ৫০ ওভারে ৩১৬/৯ (রাহানে ১, রাহুল ১১, কোহলি ৫৫, যুবরাজ ৪৫, ধোনি ২৫, যাদব ৯০, পান্ডিয়া ৫৬, জাদেজা ১০, অশ্বিন ১, ভুবনেশ্বর ০*, বুমরাহ ০*; ওকস ২/৭৫, উইলি ১/৮, বল ২/৫৬, প্লানকেট ১/৬৫, স্টোকস ৩/৬৩, মইন ০/৪১)
ফল: ইংল্যান্ড ৫ রানে জয়ী
সিরিজ: ভারত ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)
ম্যান অব দ্য সিরিজ: কেদার যাদব (ভারত)
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া