বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। মাঠেই নামতে পারেননি বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা। টানা বৃষ্টিতে ভেসে গেছে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 09:58 PM
Updated : 22 Jan 2017, 03:30 AM

হ্যাগলি ওভালে স্থানীয় সময় বিকাল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। সোমবারও আকাশ মেঘলা থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে না। 
 
চতুর্থ দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা খেলা শুরু হবে।
 
বৃষ্টির বাধায় আগের দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রোববার হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।
 
দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের স্কোর ২৬০/৭। এর আগে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ।