‘সৌম্যর নিজের মতো খেলা উচিত’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017 03:25 PM BdST Updated: 19 Jan 2017 05:25 PM BdST
ইমরুল কায়েসের চোটে হঠাৎই টেস্টে ফেরার সুযোগ এল সৌম্য সরকারের সামনে। এই সংস্করণে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধনও করতে পারেন তিনি। তরুণ এই ব্যাটসম্যানকে ক্রাইস্টচার্চে সহজাত ব্যাটিংয়ের পরামর্শ দিলেন তামিম ইকবাল।
ওয়ানডে, টি-টোয়েন্টিতে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধনের অভিজ্ঞতা আছে তামিমের। টেস্টে তরুণ সতীর্থর কাছ থেকে স্বাভাবিক ক্রিকেট দেখতে চান তিনি।
“যদি সৌম্য খেলে এবং ওপেন করে, তাহলে নিজের মতোই খেলা উচিত। ওভাবে খেলে টেস্টেও ভালো করার সামর্থ্য ওর আছে। যে ধরনের ব্যাটিং শেষ দুটি ইনিংসে করেছে, আমি নিশ্চিত ওকে দারুণ আত্মবিশ্বাস দিয়ছে। যদি খেলে আমি নিশ্চিত, নিজের মতোই খেলতে ভালোবাসবে।”
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সৌম্য শেষ দুটি টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে করেন ৩৯ ও ৪২ রান।
২০১৫ সালের জুনে নিজের তিন টেস্টের শেষটি খেলেন সৌম্য। এই সময়ে খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচও খেলার সুযোগ হয়নি তার, ব্যাটিং অর্ডারও ছিল না সুস্থির। কখনও তিন নম্বরে ব্যাট করছেন, কখনও খেলেছেন মিডলঅর্ডারে।
টেস্ট মিলিয়ে নিজের শেষ ৯টি প্রথম শ্রেণির ম্যাচের মাত্র একটিতে ইনিংস উদ্বোধন করেন সৌম্য। ভারত ‘এ’ দলের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ইনিংস ফিরেন ১৯ রান করে।
টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য। ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ২১.৪০ গড়ে করেছেন ১০৭ রান। সর্বোচ্চ ৩৭। পরিসংখ্যান উজ্জ্বল করার অপ্রত্যাশিত সুযোগ তার সামনে।
শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
-
শান্ত-মুমিনুলকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
-
৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
-
অনেক প্রহর পেরিয়ে অবশেষে মুমিনুল
-
সেঞ্চুরি পেরিয়ে মুমিনুল, দেড়শ ছাড়িয়ে শান্ত
-
টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
-
দ্বিতীয় দিনে শান্ত-মুমিনুলের ধীরস্থির শুরু
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার