ছিটকে গেলেন মুশফিক-ইমরুল, নেতৃত্বে তামিম
ক্রীড়া প্রতিবেদক, ক্রাইস্টচার্চ থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017 08:13 AM BdST Updated: 19 Jan 2017 07:23 PM BdST
অনুশীলনে এসেই পিচ দেখতে গেলেন চন্দিকা হাথুরুসিংহে। কোচের পিছু পিছু তামিম ইকবাল। উইকেট দেখে মাঠেই বেশ কিছুক্ষণ আলোচনা করলেন দুজন। বৃহস্পতিবার দুপুর হ্যাগলি ওভালের এই চিত্রই বলে দিল সবকিছু। সত্যি হলো শঙ্কাটাই। ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। নেতৃত্ব দেবেন তামিম।
খানিক পর সংবাদ সম্মেলনে এসে ঘোষণাটা নিজেই দিলেন তামিম। শুধু মুশফিক নয়, অনুমিতভাবেই থাকছেন না ইমরুল কায়েসও।
“ওরা দুজনই এই টেস্ট থেকে ছিটকে গেছে। ইমরুলের সুস্থ হতে দিন দশেক লাগবে, মুশির ৩-৪ সপ্তাহ। আমরা আশা করছি এ সময়ের আগেই ওরা ফিট হয়ে উঠবে। খুব বড় সমস্যা নেই, দুশ্চিন্তারও কিছু নেই। ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা।”
গত কদিন ধরেই যা ছিল আলোচনা, সেটিই নিশ্চিত করলেন তামিম। ওয়েলিংটনে হেলমেটে বল লাগলেও মুশফিকের মাথায় বা ঘাড়ে সমস্যা নেই। বুড়ো আঙুলের চোটই ছিটকে দিয়েছে টেস্ট অধিনায়ককে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বটা স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে গেছেন তামিম। এই বাঁহাতি ওপেনার হতে যাচ্ছেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক।


মুশফিক মাঠে না থাকায় প্রায় দেড়শ ওভার কিপিং করেছিলেন ইমরুল। এরপরই নামেন ব্যাটিংয়ে। কিন্তু একটি দ্রুত রান নেওয়ার চেষ্টায় ডাইভ দিয়ে টান লাগে বাঁ ঊরুতে। পেশিতে ধরা পড়েছে ছোট ‘টিয়ার।’
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে নামতে হচ্ছে তাই নির্ভরযোগ্য দুজনকে ছাড়াই। ইমরুলের জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। টেস্ট অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের।
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
-
তামিম-জুনায়েদের ১২ বছর পর তামিম-শান্ত
-
ধোনির পর এবার রোহিতকে জরিমানা
-
তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
-
সবুজাভ উইকেটে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত