সেই মেলবোর্নেই পরাজয়ের বৃত্ত ভাঙল পাকিস্তান

প্রায় ১২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের কোনো সংস্করণে হারাল পাকিস্তান। ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি যে মাঠে হার দিয়ে ব্যর্থতার চক্রে ঘুরছিল, সেই এমসিজিতেই পরাজয়ের বৃত্ত ভাঙল তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 11:32 AM
Updated : 15 Jan 2017, 11:35 AM

বোলারদের দাপটের পর মোহাম্মদ হাফিজের ব্যাটে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।    

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৪৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ২০১২ সালের মার্চের পর এমসিজিতে এই প্রথম কোনো ওয়ানডেতে হারল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে পথ দেখান আজহার আলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া হাফিজ। শারজিল খানের সঙ্গে ৬৮ ও বাবর আজমের সঙ্গে ৭২ রানের দুটি ভালো জুটিতে দলকে ১ উইকেটে ১৪০ রানে পৌঁছে দেন তিনি। কিন্তু ২ রানের মধ্যে বাবর ও হাফিজ ফিরলে চাপে পড়ে অতিথিরা।

১০৪ বলে ৮টি চারে ৭২ রান করে ফিরেন হাফিজ।

আসাদ শফিককে নিয়ে দলকে দুইশ’ রানের কাছে নিয়ে যান শোয়েব মালিক। রানের গতি সচল রাখার কাজটা করেন এই অভিজ্ঞ মিডলঅর্ডার ব্যাটসম্যানই। নিজের শেষ ওভারে শফিককে ফিরিয়ে ৫৩ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক।

তবে পাকিস্তানের এগিয়ে যাওয়ায় তা বাধা হতে পারেনি। উমর আকমলকে নিয়ে বাকিটা পথ সহজেই পাড়ি দেন মালিক। ৫২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

অস্ট্রেলিয়ার জেমস ফকনার ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন।

এর আগে দেড় বছর পর ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজাকে দ্রুত ফিরিয়ে দেন জুনায়েদ খান। মিচেল মার্শকে প্রথম বলে ফেরান আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

৪১ রানে তিন উইকেট হারানো অস্ট্রেলিয়াকে এমসিজির মন্থর উইকেটে ঘুরে দাঁড়াতে দেয়নি পাকিস্তানের স্পিনাররা। মাঝের ওভারগুলোই ইমাদ ওয়াসিম-হাফিজ-মালিকরা বেধে রাখেন স্বাগতিক ব্যাটসম্যানদের।

স্টিভেন স্মিথ ও আগের ম্যাচের জয়ের নায়ক ম্যাথু ওয়েড দলকে ৫ উইকেটে ১৯৩ রানে নিয়ে যান। দুটি চারে ৬০ রান করা অধিনায়ককে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন ওয়াসিম। এরপর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। মাত্র ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ওয়ানডেতে অপরাজিত শতক করা ওয়েডকে বোল্ড করেন দলে ফেরা মালিক। জেমস ফকনার, প্যাট কামিন্সকে বিদায় করে ১০ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন আমির। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

দুটি করে উইকেট নেন ওয়াসিম, জুনায়েদ।  

আগামী বৃহস্পতিবার পার্থে হবে তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৮.২ ওভারে ২২০ (খাওয়াজা ১৭, ওয়ার্নার ১৬, স্মিথ ৬০, মার্শ ০, হেড ২৯, ম্যাক্সওয়েল ২৩, ওয়েড ৩৫, ফকনার ১৯, স্টার্ক ৩, কামিন্স ০, হেইজেলউড ০; আমির ৩/৪৭, জুনায়েদ ২/৪০, ওয়াসিম ২/৩৭, হাসান ১/২৯, হাফিজ ০/৪৫, মালিক ১/১৫)

পাকিস্তান: ৪৭.৪ ওভারে ২২১/৪ (হাফিজ ৭২, শারজিল ২৯, বাবর ৩৪, শফিক ১৩, মালিক ৪২*, আকমল ১৮*; স্টার্ক ২/৪৫, হেইজেলউড ০/৩২, কামিন্স ০/৪৮, ফকনার ২/৩৫, হেড ০/২৩, মার্শ ০/৩২)

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।