চোট পেয়ে মাঠ ছাড়লেন ইমরুল

দিনটি ছিল তার জন্যে অপ্রত্যাশিত উচ্ছ্বাসের। বদলি হিসেবে কিপিং করতে নেমে নাম লিখিয়েছেন ইতিহাসে। অথচ দিনের শেষটা হলো যন্ত্রণাময়। স্ট্রেচারে শুয়ে চোখের পানি ফেলে মাঠ ছাড়তে হলো ইমরুল কায়েসকে।

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 06:21 AM
Updated : 15 Jan 2017, 12:13 PM

মুশফিকর রহিমের চোটে কিপিংয়ের ভার বইতে হয়েছে তাকেই। প্রায় দেড়শ’ ওভার কিপিং করার পর আবার নেমেছেন ব্যাটিং শুরু করতে। শুরুটাও ভালোই ছিল। অবসাদের ছাপ ছিল না শরীরী ভাষায়। কিন্তু একটু দ্রুত রান নিতে গিয়েই বাধল ঝামেলা।

রান আউট থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর উঠতে পারলেন না। মাঠেই যন্ত্রণাক্লিষ্ট মুখে শুয়ে রইলেন কিছুক্ষণ। স্ট্রেচারে করে নিতে হলো তাকে মাঠের বাইরে।

দলের মিডিয়া ম্যানেজার জানান, ইমরুলের চোট বাঁ উরুতে। দিনের খেলা শেষেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরেতে কিছু ধরা পড়েনি। পরে আলট্রাসাউন্ড স্ক্যান করানো হবে চোট বোঝার জন্য।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় মুশফিকের চোট পাওয়ায় ১২০ ওভার কিপিং করার পর ইনিংস শুরু করতে নেমে দেড়শ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। তবে সেবার ইনিংসের শেষ ভাগটা কিপিং করেছিলেন মাহমুদউল্লাহ। ইমরুল তাই একটু বিশ্রামের অবকাশ পেয়েছিলেন। এবার সেটি হয়নি।