বদলি ইমরুলের বিশ্বরেকর্ড!

দারুণ এক কীর্তিতে রেকর্ড বইয়ে নাম উঠল ইমরুল কায়েসের। তবে যেভাবে হলো, সেটি হয়তো ছিল না তার সুদূরতম কল্পনাতেও। ব্যাটসম্যান ইমরুল রেকর্ড গড়লেন উইকেটকিপার হিসেবে!

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 03:56 AM
Updated : 15 Jan 2017, 12:12 PM

মুশফিকুর রহিমের চোটে ওয়েলিংটন টেস্টে কিপিং করতে বাধ্য হচ্ছেন ইমরুল। ঠেকার কাজ চালাতে গিয়েই নাম তুললেন ইতিহাসে। উইকেটের পেছনে নিয়েছেন পাঁচ-পাঁচটি ক্যাচ। টেস্ট ইতিহাসে এই প্রথম ইনিংসে ৫ ক্যাচ নিলেন কোনো বদলি কিপার!

বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেছেন ইমরুল। এর আগে দুই দফায় ইনিংসে পাঁচ বার ডিসমিসাল করেছিলেন মুশফিক। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয়।

আগের দিন জিত রাভালের ক্যাচ নিয়ে ইমরুলের শুরু। পরে নিয়েছেন কেন উইলিয়ামসনের ক্যাচ। চতুর্থ দিনে তার গ্লাভসে জমা পড়েছে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ। বিজে ওয়াটলিংয়ের ক্যাচটি তো ছিল অসাধারণ। লেগ স্টাম্পের বাইরে মাহমুদউল্লাহর বাজে বলটিতে যেভাবে ক্যাচ নিয়েছেন, সেটি গর্বিত করবে কোনো বিশেষজ্ঞ কিপারকেও।

যার বলে নিয়েছিলেন প্রথম ক্যাচ, সেই কামরুল ইসলাম রাব্বির বলে নিল ওয়েগনারের ক্যাচ নিয়ে পূর্ণ করেছেন পঞ্চম ডিসমিসাল।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় মুশফিকের চোটেই ১২০ ওভার কিপিং করেছিলেন ইমরুল। তবে সেবার ছিল না কোনো ডিসমিসাল।