সাদামাটা উদযাপনের ব্যাখ্যায় সাকিব

শতকের পর এল দ্বিশতক, এক সময়ে ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ড ইনিংস। প্রতিটি উদযাপনে সাকিব আল হাসান ছিলেন নির্লিপ্ত। উদযাপনের ব্যাখ্যাও দুয়েক কথায় দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 11:46 AM
Updated : 13 Jan 2017, 12:36 PM

২১৭ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে ৭ উইকেটে ৫৪২ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলো সাদামাটা উদযাপনের প্রসঙ্গ। 

“সে সময় মনে হয়েছে- ডাবল সেঞ্চুরিটা হয়ে গেলো! এর বাইরে আর কিছু ছিল না।”

আবেগের প্রকাশ বরাবরই কম সাকিবের। তবে এবার তার আশ্চর্য রকমের নির্লিপ্ততায় অবাক হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

“দেখে মনে হয়নি একশ’, দুইশ’ রান করছে। কোনো ইমোশন নাই। একদম নরম্যাল, ব্যাট তুলতেও চাচ্ছে না, এমন অবস্থা!”

সাকিব জানান, পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা ছিল তার। জোর করে কিছু করতে যাননি, সঠিক বলের অপেক্ষায় ছিলেন পুরো ইনিংসে।

“এমন অনেক স্পেল ছিল যখন কিছু বল ডট গেছে। আবার এমন সময় গেছে প্রতি ওভারে একটা-দুইটা করে বাউন্ডারি মারতে পেরেছি। আমাদের কাজ হচ্ছে প্রসেসগুলো ঠিক রাখা। ফলাফল এমনিতেই আসবে। আমার মনে হয়, আমরা ওই চিন্তাতেই খেলি, ব্যাটিং করি বা বোলিং করি।”