‘বউ ইদানিং ক্রিকেট বোঝা শুরু করেছে’

মিচেল স্যান্টনারের হাত থেকে ফসকাল ক্যাচ। সাকিব আল হাসান পেলেন ভাবনার খোরাক; সুযোগটা কাজে লাগাতে হবে, যেভাবে কাজে লাগান গ্রেটরা! হোটেলে ফিরে স্ত্রীর সঙ্গে অনেক কথাও হয়েছে এটি নিয়ে। ভাবনা থেকেই পেয়েছেন বল, নিজেকে দিয়েছেন বিশ্বাস। বলেছেন, হবে। হয়েই গেল!

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 11:18 AM
Updated : 13 Jan 2017, 12:37 PM

প্রথম দিন ৪ রানে বেঁচে গিয়েছিলেন ক্যাচ দিয়েও। দ্বিতীয় দিন শুরু করেছিলেন ৫ রান নিয়ে। শেষ বিকেলে ফিরলেন ২১৭ রান নিয়ে। নিজের ক্যারিয়ার সেরা, দেশের টেস্ট ইতিহাসের সেরা। মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে রেকর্ডের গড়াগড়ি।

দিন শেষে সাকিব জানালেন, দারুণ কিছু করার বিশ্বাসটা পেয়েছিলেন আগের রাতেই।

“সত্যি কথা বলতে, কালকে যখন ওরা আমার ক্যাচ মিস করলো, সন্ধ্যার সময় রুমে গেলাম, বউ ইদানিং ক্রিকেট বোঝা শুরু করেছে, অনেক কথা হলো। চিন্তা করছিলাম, বড় খেলোয়াড়রা সুযোগ পেলে বড় বড় ইনিংস খেলে। ভেবেছিলাম, দেখি কিছু করা যায় কিনা। মনের ভিতরে কাল রাত থেকে কেমন যেন একটা আত্মবিশ্বাস ছিল।”

সেই আত্মবিশ্বাসও দিনজুড়ে বিচ্ছুরিত হয়েছে সাকিবের ব্যাট থেকে। আলোকিত হয়েছে বেসিন রিজার্ভ।